ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন থুরাম
ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন থুরাম

পরের ম্যাচেও গোল চান থুরাম

আরও এক জয় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। ইউরো বাছাইপর্বের ম্যাচে পার্ক দে প্রিন্সেসে বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এই জয়ে ইউরোর মূল পর্বে খেলার আরও কাছে চলে গেল দিদিয়ের দেশমের দল। দলের পারফরম্যান্সে তাই সন্তুষ্ট দেশম। ইউরো বাছাইপর্বের আরেক ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে নেদারল্যান্ডস।

আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল পাননি এমবাপ্পে। তবে গোলে সহায়তা করেছেন পিএসজি তারকা। দলের হয়ে গোল দুটি করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামিনি ও ইন্টার মিলান ফরোয়ার্ড মার্কাস থুরাম। চুয়ামিনির গোলে সহায়তা করেছিলেন এমবাপ্পে।

ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল পাওয়া দলটির সাবেক ডিফেন্ডার লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম পরের ম্যাচেও গোল করতে চান, ‘আমি আরও একটা গোল করতে পারতাম। আশা করছি, পরের ম্যাচে গোলটা আসবে।’ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে দেশমের দল।

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই কোচ বলছেন, ‘আমার কোনো অভিযোগ করার সুযোগ নেই। এখনো কোয়ালিফাই করিনি, তবে এখন পর্যন্ত সফরটা ভালো যাচ্ছে। আমরা যদিও আরও গোল করতে পারতাম।’

একই গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডসকে জয়ে ফেরানোর ম্যাচে গোল পেয়েছেন মার্টিন ডি রন, কোডি গাকপো ও ভাউট ভেগহোর্স্ট। এর আগে উয়েফা ন্যাশনস লিগে টানা দুই ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডস। তবে ইউরো বাছাইপর্বে তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। তিন ম্যাচে ডাচদের পয়েন্ট ৬। চার ম্যাচে সামনে ৬ পয়েন্ট গ্রিসের। তবে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে নেদারল্যান্ডস।

জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভানডফস্কি

একই রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ফারো আইল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। দলের হয়ে দুটি গোলই করেছেন বার্সেলোনা তারকা রবার্ট লেভানডফস্কি। চার ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে হাঙ্গেরি। ‘এইচ’ গ্রুপে জয় পেয়েছে ডেনমার্ক ও স্লোভেনিয়াও। ঘরের মাঠে সান মারিনোকে ৪-০ গোলের ব্যবধানে হারায় ডেনিশরা। আর নর্দার্ন আয়ারল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে স্লোভেনিয়া।