নিলামে উঠছে রোনালদোর এই জার্সিটি
নিলামে উঠছে রোনালদোর এই জার্সিটি

তুরস্ক–সিরিয়ার ভূমিকম্পের ত্রাণসহায়তায় নিলামে উঠছে রোনালদোর স্বাক্ষরিত জার্সি

রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের পাশের দেশ সিরিয়াও। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী সোমবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে মারা গেছে ৭ হাজার ১০৮ জন। আর সিরিয়ায় মৃতের সংখ্যা ২ হাজার ৪৭০। এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকা অনেকেই।

এমন মানবিক বিপর্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তুরস্কের ফুটবল তারকা মেরিহ ডেমিরাল। ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ডেমিরাল এগিয়ে আসার সঙ্গে যুক্ত আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। সাবেক জুভেন্টাস তারকা ডেমিরাল মূলত রোনালদোর স্বাক্ষরিত জুভেন্টাসের জার্সিটিই নিলামে তুলতে যাচ্ছেন। রোনালদোর সঙ্গে কথা বলে তাঁর সম্মতি নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ডেমিরাল।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলেছেন ডেমিরাল। সে সময় রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা রোনালদোকে সতীর্থ হিসেবে পান তুরস্কের এই সেন্টার ব্যাক। তখন রোনালদোর কাছ থেকে তাঁর জার্সিতে স্বাক্ষর নিয়ে নিজের সংগ্রহে রেখেছিলেন ডেমিরাল। তবে নিজ দেশের এমন ভয়াবহ বিপর্যয় দেখে বসে থাকতে পারেননি এই ফুটবলার।

আল–নাসর তারকা রোনালদো

তাঁর সংগ্রহে থাকা রোনালদোর জার্সিটি নিলামে তুলেই দেশের মানুষের সাহায্য করতে চান ডেমিরাল। এক টুইট বার্তায় ডেমিরাল লিখেছেন, ‘আমি মাত্র রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, তুরস্কে যা ঘটেছে, তা নিয়ে তার মন খারাপ। আমরা রোনালদোর স্বাক্ষরিত জার্সিটি নিলামে তুলছি। নিলাম থেকে যা আসবে, সবটাই ভূমিকম্পকবলিত এলাকায় খরচ করা হবে।’

ডেমিরালের এই টুইট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছে। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে অন্য ফুটবলাররাও এগিয়ে এসেছেন। জুভেন্টাস অধিনায়ক লিওনার্দো বোনোচ্চিও পাশে দাঁড়িয়েছেন বলে জানান ডেমিরাল, ‘আমি এখন লিওনার্দো বোনোচ্চির সঙ্গে কথা বলেছি। সেও তার মনোবেদনার কথা বলেছে। পাশাপাশি তুরস্কের মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেছে সে। সেও স্বাক্ষরিত জার্সি অনুদান করার কথা বলেছে।’

ডেমিরাল বর্তমানে খেলছেন আটলান্টার হয়ে। ২০১৮ সালে অভিষেকের পর ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার তুরস্কের হয়ে খেলেছেন ৩৫ ম্যাচ।