গত বছর আগস্টে প্রথম ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন মাহমুদুল হাসান। কিরণ নামে পরিচিত দেশের শীর্ষ লিগে খেলা এই ফুটবলার এবার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ঢাকা অঞ্চলের প্রথম দিনে ডাবল হ্যাটট্রিকের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছেন। তাঁর ছয় গোলের ঝড়ে গতবারের সেমিফাইনালিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে।
এক ম্যাচে ছয় গোল যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের ব্যাপার। মাহমুদুল হাসানের জার্সি নম্বরও ৬। গত বছর ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে পাঁচ ম্যাচে ৬ গোল করেছিলেন, চারটিতে হয়েছেন ম্যাচসেরা। হয়েছেন টুর্নামেন্টের সেরাও। এবার প্রথম ম্যাচেই ৬ গোল। প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম ডাবল হ্যাটট্রিক পেলেন। তবে দলের দ্বিতীয় ম্যাচটি খেলতে পারবেন না প্রিমিয়ার লিগে ক্লাবের খেলা থাকায়, এ নিয়ে তাঁর একটু আক্ষেপ রয়ে গেছে।
সেই আক্ষেপ ছাপিয়ে অবশ্য আনন্দই বেশি থাকল মাহমুদুলের। ছয় গোলের সঙ্গে দুটি গোলে সহায়তাও করেছেন আজ। টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটা হয়ে থাকল শুধুই মাহমুদুলময়।
তার স্বীকৃতি হিসেবে হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক অনিক হাসনাত। প্রিমিয়ার লিগের ক্লাব রহমতগঞ্জে খেলা মাহমুদুল পরের ম্যাচ মিস করবেন বলে আক্ষেপ থাকলেও সতীর্থদের ওপর ভরসা রাখছেন, ‘আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। প্রথম লক্ষ্য গ্রুপ সেরা হয়ে শেষ আটে যাওয়া। আমরা আশাবাদী।’
দিনের তৃতীয় ও শেষ ম্যাচে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪-০ গোলের সহজ জয় পেয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। একটি গোল করে এবং একটি গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী দলের সাগর মন্ডল। আশরাফউদ্দিন আহমেদ ও ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলামের হাত থেকে পুরস্কার নিয়ে সাগরও চোখ রাখেন সামনে, ‘দলকে যতটা সম্ভব সামনে এগিয়ে নিতে চাই।’
দিনের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৯-০ গোলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে। ফারইস্টের ৯ গোল করেন ৫ জন মিলে। দুটি করে গোল আসে এম এস বাবলু ও সোহেল রানার পা থেকে। তবে তাঁদের ছাপিয়ে হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আরিফ হোসেন শরীফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার, ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল আজম।
সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠেই ২৪টি দল নিয়ে ঢাকার আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন অতিথিরা। জমকালো অনুষ্ঠানে ছিলেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম লুৎফর রহমান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান, ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিপণন) এইচ এম ফজলে রাব্বি, বাফুফের হেড অব রেফারিজ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি আজাদ রহমান ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।