হিবা আবুক পেশায় একজন মডেল। মডেলিংয়ের বাইরে কদিন আগপর্যন্ত ফুটবলার আশরাফ হাকিমির স্ত্রী হিসেবে কেউ কেউ চিনতেন তাঁকে। এই মুহূর্তে একেবারেই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিতভাবে ফুটবল–দুনিয়ায় উচ্চারিত হচ্ছে হিবার নাম।
পিএসজির মরোক্কান রাইটব্যাক হাকিমির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর তাঁর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন হিবা। কদিন আগে হাকিমির কাছ থেকে তালাক চেয়ে আবেদনও করেছেন। তবে হিবার আলোচনায় আসার কারণ ভিন্ন।
হাকিমির সম্পদের অর্ধেক দাবি করার কারণে মূলত আলোচনায় এসেছেন হিবা। কিন্তু পরে জানা যায়, হাকিমির নিজের কোনো সম্পদ নেই। তাঁর বেশির ভাগ সম্পদ মূলত তাঁর মায়ের নামে। তাঁর মা হাকিমির সম্পদের প্রায় ৮০ ভাগ নিয়ন্ত্রণ করে থাকেন। বিষয়টি সামনে আসার পর থেকেই মূলত আলোচনায় হাকিমি, হিবা ও হাকিমির মা।
হিবার জন্ম স্পেনের মাদ্রিদে ১৯৮৬ সালের ৩০ অক্টোবর। স্পেনে জন্মালেও তাঁর পূর্বপুরুষদের আগমন তিউনিসিয়া ও লেবানন থেকে। আরবি ভাষাতত্ত্বে পড়াশোনার পর হিবা ডিগ্রি নিয়েছেন নাটকেও। স্প্যানিশ ও আরবি ছাড়া আরও একাধিক ভাষায় কথা বলতে পারেন হিবা। ২০০৮ সালে টেলিভিশন সিরিজ দিয়ে বিনোদনজগতে আবির্ভাব হিবার। টেলিভিশন সিরিজ ‘এল প্রিন্সিপ’ তাঁকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এ ছাড়া বেশ কিছু সিরিজ ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিবা।
২০২০ সালে ফেব্রুয়ারিতে বিয়ে করেন নিজের চেয়ে ১২ বছরের ছোট ফুটবলার আশরাফ হাকিমিকে। পরে এই দম্পত্তির দুটি ছেলেসন্তান হয়। যাদের নাম আমিন ও নাঈম। ফুটবল বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত পাফরম্যান্সের কারণে হাকিমির সঙ্গে আলোচনায় আসেন হিবাও। তবে তাঁদের সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। হাকিমির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর এক ইনস্টাগ্রাম বার্তায় নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন হিবা। এরপর আইনগতভাবে বিচ্ছেদের কার্যক্রমও শুরু করেন তাঁরা।
এর মধ্যে হাকিমির কাছ থেকে তাঁর সম্পদের অর্ধেকটা দাবি করে আবার আলোচনায় আসেন হিবা। পরে সে আলোচনায় ছাপিয়ে গেছে অন্য খবরে। যেখানে জানা যায়, হাকিমির নিজের কোনো সম্পদ নেই, তাঁর বেশির ভাগ সম্পদই তাঁর মায়ের নামে। হিবা নিজে অবশ্য যথেষ্ট সামর্থ্যবান। এক হিসাবে দেখা গেছে, হিবার নিজের সম্পদের পরিমাণ ২০ লাখ ডলার।