আলুর চিপস ব্র্যান্ড লেই’সের বাণিজ্যিক দূত হিসেবে গত বছরের মে মাসে চুক্তিবদ্ধ হন লিওনেল মেসি। তখন থেকেই লেই’সের বিজ্ঞাপনে মেসিকে নিয়মিত দেখা যায়।
বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাতগুলোতে টিভি চ্যানেলে মেসির বিজ্ঞাপন প্রতিনিয়ত চোখে পড়ে। পেপসিকো মালিকানাধীন লেই’সের সঙ্গে উয়েফার অংশীদারত্ব থাকায় ম্যাচের আগে-পরে ও বিরতিতে সেই বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপনে দেখা যায়, মেসি বাসায় বসে লেই’স খেতে খেতে খেলা উপভোগ করছেন।
মেসি এবার লেই’সের নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হলেন। আজ ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনী ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সেখানে লেই’সের নতুন ফ্লেভারের একটি প্যাকেটে ফুটবল হাতে হলুদ টি–শার্ট পরা হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যাচ্ছে। নতুন মোড়কে লেই’স বাজারে এনেছে ‘মেট টি’। এটা মূলত দক্ষিণ আমেরিকার ক্যাফেইনযুক্ত একটি পানীয়।
বিজ্ঞাপন পোস্ট করে মেসি লিখেছেন, ‘ঠিক যখন ভেবেছিলাম লেই’সের স্বাদ এর চেয়ে ভালো হতে পারে না, তখনই নতুন ফ্লেভার চলে এল। আমার মনে হচ্ছে বন্ধুরা এর চেয়ে ভালো স্বাদের লেই’স পাবে না। নতুন স্বাদের লেই’স সম্পর্কে আপনার ধারণা কী?’
মেসি নতুন স্বাদের লেই’স নিয়ে হাজির হওয়ায় মচমচে খাবারের বাজারে ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে বলে ধারণা করছে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কম।
লিনেকার আরেক চিপস ব্র্যান্ড ওয়াকারসের সঙ্গে বহুদিন ধরে চুক্তিবদ্ধ। লেই’সের মতো ওয়াকারসও পেপসিকোর মালিকানাধীন। বাংলাদেশে এর পরিবেশক ট্রান্সকম গ্রুপ।
যুক্তরাষ্ট্রের ফুটবলে ঘরোয়া মৌসুম শেষ হওয়ায় এখন ইন্টার মায়ামির খেলা নেই। জাতীয় দল আর্জেন্টিনারও আগামী তিন মাস কোনো খেলা নেই। লম্বা ছুটিতে থাকা মেসি তাই বিজ্ঞাপনের কাজগুলো সেরে ফেলছেন। আগামী ১৯ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচ দিয়ে খেলায় ফেরার কথা তাঁর।