ম্যানচেস্টার ডার্বিতে দলকে ৬-৩ গোলে জেতাতে অসাধারণ হ্যাটট্রিক করেন ফিল ফোডেন। কিন্তু ফুটবল–বিশ্ব বেশি মেতে আছে একই ম্যাচে হ্যাটট্রিক করা আর্লিং হলান্ডকে নিয়ে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম ফুটবলার নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
ফোডেনের হ্যাটট্রিকও কম কীর্তিময় নয়! এই হ্যাটট্রিকের পথে ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার একটি রেকর্ড থেকে মুছে দিয়েছেন লিওনেল মেসির নাম। ফোডেনের তিন গোলের দ্বিতীয়টি ছিল ম্যান সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অধীন তাঁর ৫০তম।
গার্দিওলার অধীন ৫০ গোলের মাইলফলক ছোঁয়ায় দ্রুততম এখন ফোডেন। এর আগে রেকর্ডটি ছিল মেসির। বার্সেলোনায় গার্দিওলার অধীন মেসি ৫০ গোল করেন ২২ বছর ১৬২ বয়সে। সিটিতে ফোডেনকে এনেছেন গার্দিওলাই। কাল সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ফোডেনের ৫০ গোলের সব কটিই তাই গার্দিওলার অধীন। ২২ বছর ১২৭ দিন বয়সে রেকর্ডটি গড়লেন ফোডেন।
পরে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন। সব মিলিয়ে সিটির হয়ে তাঁর গোল এখন ৫১টি। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করা ফোডেনকে নিয়ে গার্দিওলা ম্যাচ শেষে বলেছেন, ‘গত মৌসুমে সে স্ট্রাইকার হিসেবে অনেক ম্যাচ খেলেছে। সে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবে। বক্সের কাছে তার ভাবনা অন্যরকম।’
গার্দিওলা এরপর যোগ করেন, ‘কী অসাধারণ প্রতিভা সে! ছেলে হিসেবেও সে ভালো। সে আসলে ফুটবল নিয়ে বাঁচে।’