আর কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্রক্ষণ। কাতার বিশ্বকাপের ফাইনাল। আইকনিক স্টেডিয়াম, লুসাইলে এরই মধ্যে পৌঁছে গেছেন আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলোয়াড়েরা। গ্যালারিতে ঢুকছেন দুই দলের সমর্থকেরা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা...
লুসাইল স্টেডিয়ামে পৌঁছে গেছেন লিওনেল মেসির সেলিয়া মারিয়া কুচিত্তিনি। ছেলের ইতিহাস গড়ার অপেক্ষায় তিনি। লুসাইলের গ্যালারিতে আন্তনেল্লা রোকুজ্জো, দুই ছেলেকে নিয়ে। সঙ্গেই আছেন মেসির বাবা হোর্হে মেসি (ফোন কানে)।
ফ্রান্সের দুই সমর্থক। প্রার্থনা তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উৎসবের। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ বিজয়ী দেখতে চান তারা।
বিজ্ঞাপন
মেসির জার্সি হাতে আর্জেন্টাইন সমর্থকেরা। তিনিই যে তাদের আশা-ভরসার মূল প্রতীক। মাঠে ঢুকছেন মেসি। স্টেডিয়ামের বড় পর্দায় সেই দৃশ্য।লুসাইল স্টেডিয়ামের মাঠে ফ্রান্স দলের কোচিং স্টাফরা। দিদিয়ের দেশমের চোখ টানা দ্বিতীয় বারের মতো কোচ হিসেবে বিশ্বকাপ জেতানোয়। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে তিনি জিতেছিলেন বিশ্বকাপ।