মার্সেলো ও লুসিয়ানো সানচেজ দুজনেরই দুর্ভাগ্য। একজন দুর্ঘটনার শিকার হয়েছেন। আরেকজন সেই দুর্ঘটনার কারণ।
ঘটনাটা এরই মধ্যে নিশ্চয়ই সবার জানা। পরশু কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার ম্যাচে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের বাঁ পা অনিচ্ছাকৃতভাবে মাড়িয়ে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো। তাতে ভয়াবহ আঘাত পান সানচেজ। তাঁর বাঁ পায়ের দুই হাড় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর্জেন্টিনো জুনিয়র্স ক্লাবের চিকিৎসক জানিয়েছেন, এমন কিছু তিনি কখনো দেখেননি।
ঘটনাটা আরও একবার জানানো যাক। ১-১ গোলে ড্র ম্যাচের ৫৬ মিনিটে মার্সেলোকে বাধা দিতে বাঁ দিক থেকে দৌড়ে এসেছিলেন সানচেজ। সামনে পা বাড়িয়েছিলেন। মার্সেলোও এগিয়ে যেতে বাঁ পা বাড়াতেই দুর্ঘটনাক্রমে সানচেজের বাঁ পা মাড়িয়ে দেন।
ভিডিও দেখে মনে হয়েছে তৎক্ষণাৎ পাটকাঠির মতো সানচেজের পা ভেঙে গেছে। মার্সেলো এ জন্য লাল কার্ড দেখলেও লুসিয়ানো সানচেজের বড় ক্ষতি করে দেওয়ার কষ্টে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন।
আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনি কাল ডি স্পোর্টস রেডিওকে সানচেজের চোট নিয়ে বলেছেন, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। উর্বস্থি (ফেমার) ও অনুজঙ্ঘাস্থি (ফিবুলা) প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।’ রনকোনি জানিয়েছেন, পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং ‘সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।’
এ ঘটনার পর কাল বাংলাদেশ সময় সকাল সাতটার দিকে টুইট করেন মার্সেলো। ৩৫ বছর বয়সী এই লেফটব্যাক লিখেছেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’
মার্সেলোর এই টুইট রি-টুইট করে আর্জেন্টিনো জুনিয়র্সের টুইটে লেখা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’
তবে ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ মার্সেলোর লাল কার্ড দেখার সমালোচনা করেছেন, ‘আমি একটি রূপক উদাহরণ দিতে চাই। রাস্তায় গাড়ি চালানোর সময় যা ঘটে, তার সঙ্গে এটার মিল আছে। সবুজ বাতির সংকেত পেয়ে কেউ রাস্তা পার হওয়ার সময় কিছু ঘটলে সেটা গাড়িচালকের ভুল। মার্সেলো ড্রিবলিং করছিল এবং পা ফেলার জায়গা ছিল না। আহত খেলোয়াড়টির পাশে আছে সবাই, এটা আলাদা ব্যাপার, কিন্তু লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত পুরোপুরি ভুল। মার্সেলোর প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়, সে এটা ইচ্ছা করে করেনি।’