জোড়া গোল করেছেন হলান্ড
জোড়া গোল করেছেন হলান্ড

নতুন বছরে নতুন শুরু সিটির, আবার পয়েন্ট হারাল চেলসি

ম্যান সিটি ৪ : ১ ওয়েস্ট হাম

ক্রিস্টাল প্যালেস ১ : ১ চেলসি

টানা ব্যর্থতার পর আগের ম্যাচেই জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে তাদের মাঠে হারিয়েছিল ২-০ গোলে। আজ ওয়েস্ট হামের বিপক্ষে চ্যালেঞ্জ ছিল জয়ের ধারাটা অব্যাহত রাখার। সেই কাজটা ঠিকঠাকভাবেই করেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদে ওয়েস্ট হাম উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোলের পর ঘরের মাঠে সিটি জিতেছে ৪-১ ব্যবধানে। এ জয়ে নতুন বছরটাও দারুণভাবে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অপেক্ষা ধারাটা ধরে রাখার।

আজ রাতে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় সিটি। ১০ মিনিটে সাভিনিওর শট ওয়েস্ট হামের ভ্লাদিমির কাউফলের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে এগিয়ে যায় সিটি। এরপর ৪২ মিনিটে দ্বিতীয় গোলেও দারুণ অবদান ছিল সিটির। বাঁ প্রান্ত দিয়ে তাঁর করা দুর্দান্ত ক্রসেই হেড দিয়ে সিটিকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। ফলে ২৬ অক্টোবরের পর ঘরের মাঠে এই প্রথম গোল পেলেন হলান্ড। এই দুই গোল নিয়েই বিরতিতে যায় সিটি।

বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল করে ওয়েস্ট হামের ফেরার দরজা বন্ধ করে দেয় সিটি। ৫৫ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলের ৩ মিনিট পর লক্ষ্য ভেদ করেন ফিল ফোডেনও, অর্থাৎ ৫৮ মিনিটের মধ্যেই সিটি এগিয়ে যায় ৪-০ গোলে।

৭১ মিনিটে ওয়েস্ট হামের হয়ে এক গোল শোধ করেন নিকোলাস ফুলক্রুগ। এই গোল অবশ্য শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। ঘরের মাঠে পাওয়া এ জয়ের পর ২০ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ৬ হারে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকল সিটি।

গোলের পর ফিল ফোডেন

সিটি জয় পেলেও আবার পয়েন্ট হারিয়েছে চেলসি। ক্রিস্টাল প্যালেসের মাঠে এগিয়ে গিয়েও চেলসি ড্র করেছে ১-১ গোলে। শুরুতে পালমারের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্লুজরা। ইংলিশ তারকা গোলটি করেন ম্যাচের ১৪ মিনিটে, কিন্তু ৮২ মিনিটে মিনিটে সেই গোল শোধ করে দেন ফিলিপে মাতেতা।

এরপর চেষ্টা করেও আর গোল আদায় করতে পারেনি চেলসি। মাঠ ছাড়তে হয় পয়েন্ট ভাগাভাগি করে। এ ড্রয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে থাকল চেলসি।