রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

‘বুদ্ধিমান’ আনচেলত্তি ‘ভুল বকছেন’

ম্যাচের ৮১ মিনিট, তখনও ১-১ গোলে সমতায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ‘এল ক্লাসিকো’। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে রিয়ালকে স্বস্তি এনে দেয় মার্কো আসেনসিওর গোল। কিন্তু রিয়ালের সেই স্বস্তি কয়েক মুহূর্তের বেশি স্থায়ী হয়নি।

ভিএআরের ফাঁদে পড়ে অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। রিয়াল না পারলেও যোগ করা সময়ে ঠিকই ফ্রাঙ্ক কেসির গোলে লিড নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় বার্সা

ক্যাম্প ন্যুতে হারের পর অনুমেয়ভাবেই বাতিল হওয়া গোলটি নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের ইতালিয়ান এ কোচ জানিয়েছেন নিজের সন্দেহের কথা। আনচেলত্তির এই সন্দেহ যে অমূলক, সেটা জানিয়ে পাল্টা মন্তব্য করা হয়েছে বার্সার পক্ষ থেকে। তাদের মতে, বুদ্ধিমান আনচেলত্তি ভুল বকছেন, আসেনসিওর করা গোলটি নিশ্চিতভাবেই অফসাইড ছিল।

বল জালে পাঠিয়ে গোল–উদ্‌যাপন শুরু করেছিলেন মার্কো আসেনসিও। যা পরে বাতিল হয়ে যায়

বার্সার বিপক্ষে ম্যাচ হারের পর আসেনসিও অফসাইডে ছিলেন কি না, সে সন্দেহ প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেছেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। ম্যাচটা আমরা জিতেই গিয়েছিলাম। এরপর গোল নিয়ে সন্দেহ দেখা দিল, বাতিলও হলো। ওটা কি অফসাইড ছিল? রেফারির সিদ্ধান্ত আমাদের মানতে হবে। তবে অফসাইড নিয়ে আমার সন্দেহ আছে। কোনো কিছুই নিশ্চিত নয়। আমাদের সন্দেহ করার অধিকার আছে।’

রিয়াল কোচের এই সন্দেহের সঙ্গে দ্বিমত প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে নিজেদের হতাশার কথা জানিয়েছে বার্সার এক সূত্র, ‘সে বুদ্ধিমান মানুষ, কিন্তু সে ভুল করেছে। কারণ, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।’

বার্সার সেই সূত্র মার্কাকে আরও বলেছে, ম্যাচ হারের হতাশায় ভাবনা চিন্তা ছাড়াই দায় সারতে এমন মন্তব্য করেছেন আনচেলত্তি। এল ক্লাসিকো হারের পর অবশ্য এখন কিছুটা চাপেই আছেন রিয়াল কোচ। বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে লিগ শিরোপা হাতছাড়া হওয়া অনেকটাই নিশ্চিত। পাশাপাশি ম্যাচ শেষে তাঁর কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে।