উয়েফা সুপার লিগকে নিষিদ্ধ করা বেআইনি বলে রায় দিয়েছেন আদালত
উয়েফা সুপার লিগকে নিষিদ্ধ করা বেআইনি বলে রায় দিয়েছেন আদালত

সুপার লিগের বিরুদ্ধে ইউরোপের ২৬ দেশের সমঝোতা, নেই স্পেন

বিতর্কিত সুপার লিগ প্রকল্পের বিরোধিতা করে একটি যৌথ ঘোষণায় সই করেছে ইউরোপের ২৬টি দেশ। তবে এর মধ্যে স্পেন নেই। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া সুপার লিগ প্রকল্প এগিয়ে নিতে যে দুটি ক্লাব এখনো অনড়, সেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা স্পেনেরই ক্লাব।

এএফপি জানিয়েছে, প্যারিসে উয়েফা কংগ্রেস সামনে রেখে উন্মুক্ত প্রতিযোগিতার প্রতি গুরুত্বারোপ করে একটি চিঠিতে সই করেছেন ইউরোপীয় দেশগুলোর ক্রীড়ামন্ত্রীরা। ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে সুপার লিগের নাম নিলেও মূলত এর বিরোধিতারই উদ্যোগ এটি।

ঘোষণায় মন্ত্রীরা ‘ক্রীড়া পরিচালনা কর্তৃপক্ষগুলো কর্তৃক উন্মুক্ততা, সমান সুযোগ-সুবিধা, ক্রীড়াশৈলী, ঘরোয়া ও সব ইউরোপীয় প্রতিযোগিতাগুলোর বার্ষিক পারফরম্যান্সের মধ্যে সংযোগ, আর্থিক সংহতি, অখণ্ডতা ও ন্যায্যতার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতার আয়োজনকে স্বাগত জানানোর বিষয়ে সম্মত হয়েছেন।’

ঘোষণাটি এমন সময়ে এসেছে, যখন সুপার লিগের আয়োজকেরা বছরখানেকের মধ্যে প্রতিযোগিতাটি চালু করার কথা ভাবছেন। গত ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস রায় দেয়, সুপার লিগ বন্ধে ফিফা ও উয়েফা যেসব পদক্ষেপ নিয়েছে, তা বেআইনি। এর মাধ্যমে অনেকটা নীরব হয়ে যাওয়া সুপার লিগ প্রকল্প নতুন গতি পায়।

২০২১ সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব সুপার লিগের ঘোষণা দেয়, যা ইউরোপীয় ফুটবলের কর্তৃপক্ষ উয়েফা এবং কয়েকটি দেশের সরকারের বিরোধিতার মুখে পড়ে। কয়েকটি ক্লাবের ফুটবল সমর্থকেরাও সুপার লিগের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে। সুপার লিগ পরিকল্পনা প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ১২টি ক্লাবের ৯টিই এই প্রকল্প থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, যার মধ্যে ৬টিই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। সুপার লিগ প্রকল্প নিয়ে অবস্থানে অনড় থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। যদিও ইতালির ক্লাবটিও পরে এ নিয়ে চুপ হয়ে যায়।

সুপার লিগ প্রকল্প প্রসারে যুক্ত এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট আইনি পথে এগোয়। এখনো স্পেনের আদালতে সুপার লিগ মামলার মীমাংসা হয়নি। ২৬টি ইউরোপীয় দেশের সঙ্গে স্পেনের যুক্ত না হওয়ার এটিই মূল কারণ বলে এএফপিকে জানায় স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের একটি সূত্র, ‘স্পেন সরকার যৌথ ঘোষণায় সই না করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সুপার লিগের বিষয়টি এখনো মীমাংসা হয়নি।’

বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা গত সপ্তাহে বলেছিলেন, আগামী বছর বা এর পরের বছর সুপার লিগ শুরু করা হবে।