ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

সৌদির দলবদল নিয়ে ফিফার দরবারে যে দাবি জানাবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

সৌদি প্রো লিগ ক্রমেই ইউরোপীয় পরাশক্তিগুলোর মাথাব্যথার কারণ হয়ে উঠছে। এরই মধ্যে ইউরোপিয়ান লিগের শীর্ষ তারকাদের অনেককেই নিজেদের দলগুলোতে টেনে নিয়েছে সৌদি লিগগুলো। গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরুটা হয়েছিল। কিন্তু সেটি গ্রীষ্মের দলবদলে এসে ভিন্ন এক রূপ নিয়েছে। আর একের পর এক তারকা খেলোয়াড়দের সৌদিযাত্রা উদ্বেগ বাড়াচ্ছে ইউরোপীয় শীর্ষ লিগের কোচ ও কর্তাদের। এরই মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপ ও এরিক টেন হাগদের মতো শীর্ষ ক্লাবের কোচরা।

এর মধ্যে সৌদি লিগ নিয়ে সতর্ক হতে বলে বার্তা দিয়েছেন গার্দিওলা ও ক্লপ। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগসহ অন্য ইউরোপীয় লিগগুলোর দলবদল শেষ হওয়ার পর সৌদি দলবদলের বাজার খোলা থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্লপ। লিভারপুল কোচ বলেছেন, ‘এ মুহূর্তে বিষয়টি বড় হয়ে উঠেছে। আমার মতে, সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে, সৌদি লিগের দলবদলের বাজার আরও বেশি সময় খোলা থাকবে।’

আর গার্দিওলা বলেছেন, ‘ভবিষ্যতে আরও সেরা মানের খেলোয়াড় সেখানে যাবে। এ জন্য ক্লাবগুলোর সতর্ক হওয়া দরকার যে কী ঘটতে চলেছে। রিয়াদ মাহরেজ অবিশ্বাস্য প্রস্তাব পেয়েছে। এ কারণে আমরা ওকে “যেয়ো না” বলতে পারিনি।’ সৌদি লিগের আগ্রাসী অবস্থান কোচদের শঙ্কা বাড়ার পরিপ্রেক্ষিতে এবার নতুন উদ্যোগ নিয়ে সামনে আসতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইউরোপের দলবদলের সময়সীমা শেষ হওয়ার পর সৌদি আরবের ক্লাব যেন খেলোয়াড় নিয়ে যেতে না পারে, সে জন্য ফিফার শরণাপন্ন হতে যাচ্ছে। তাদের দাবি থাকবে, সৌদি লিগের দলবদলের সময়সীমা যেন আরও এগিয়ে আনা হয়। মূলত লিভারপুল কোচ ক্লপের উদ্বেগ প্রকাশের পর থেকেই বিষয়টি সামনে এসেছে এবং বাকি ক্লাবগুলোও বিষয়টা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে। ফিফার প্রতি দাবিটি মূলত জানানো হবে এফএর মধ্য দিয়ে।

লিভারপুল ছেড়ে হেন্ডারসন এখন আল ইত্তিফাকের

গ্রীষ্মের দলবদলে এরই মধ্যে ৩৫ কোটি পাউন্ড খরচ করেছে সৌদি লিগগুলো, যা কিনা বৈশ্বিকভাবে দলবদলে সবচেয়ে বেশি খরচ করা লিগগুলোর তালিকায় সৌদি ৫ নম্বরে নিয়ে এসেছে। এমনকি সৌদি ক্লাব আল হিলালও এখন পর্যন্ত খরচের দিক থেকে উঠে এসেছে শীর্ষ পাঁচে। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এই অঙ্ক আরও বাড়বে, যা ইউরোপের দলগুলোকে খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখে ফেলবে।

সৌদি লিগের দলবদলের বাজার বন্ধ হবে আগামী ৭ সেপ্টেম্বর। ইংলিশ প্রিমিয়ার লিগসহ শীর্ষ ইউরোপিয়ান লিগের দলবদল শেষ হওয়ার পর আরও ৬ দিন বেশি সময় পাবে প্রো লিগের দলগুলো। এখন ইউরোপীয় ক্লাবগুলোর আশঙ্কা এই বাড়তি ছয় দিনের দলবদলে আকর্ষণীয় প্রস্তাব দিয়ে খেলোয়াড় কিনে নেবে প্রো লিগের দলগুলো। আর এমন সময়ে এ কাজ হবে, যখন তাদের বিকল্প আনারও সুযোগ থাকবে না ক্লাবগুলোর সামনে।

এর আগে সৌদি ফুটবল ফেডারেশনের অনুরোধে সৌদি ক্লাবগুলো দলবদলে সময়সীমা নির্ধারিত ২০ সেপ্টেম্বর থেকে এগিয়ে আনে। কিন্তু প্রিমিয়ার লিগ এটুকুতেই স্বস্তি পাচ্ছে না, তাদের চাওয়া দলবদলের সময়সীমা যেন পুরোপুরিভাবে সমন্বয় করা হয়। জাতীয় সংস্থাগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে ফিফা আন্তর্জাতিক খেলোয়াড় দলবদলের বিষয়গুলোর তদরাকি করে।

এখন এফএ যদি তেমন কোনো অনুরোধ নিয়ে আসে, তবে ফিফা তা নিয়ে কী অবস্থান নেয়, তার ওপর নির্ভর করছে সৌদি দলবদলের সময়সীমা পরিবর্তনের বিষয়টি। তবে এবারের দলবদলে ফিফার কাছে এ দাবি রাখা হবে না। কারণ, এরই মধ্যে কোনো পরিবর্তন আনার জন্য অনেক দেরি হয়ে গেছে। তবে আগামী মাসে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বৈঠকে দাবি জানানোর বিষয়টি সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।