বাফুফে ভবন
বাফুফে ভবন

বাফুফে নির্বাচন

তাবিথকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে এখন তরফদার-ইমরুল

বাফুফের নির্বাচনে সভাপতি পদ ছাপিয়ে আলোচনায় এখন সিনিয়র সহসভাপতি পদে দুই শক্তিশালী প্রার্থী। এই পদে মনোয়নপত্র কেনেন ব্যবসায়ী তরফদার রুহুল আমিন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও নারায়ণগঞ্জের তৃণমূল সংগঠক মনির হোসেন। সব ঠিক থাকলে ২৬ অক্টোবরের নির্বাচনে তরফদার-ইমরুলই থাকবেন আগ্রহের কেন্দ্রে।

সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও তরফদার সিনিয়র সহসভাপতি পদে মনোনয়নপত্র কেনায় সভাপতিভিত্তিক আলোচনা এখন সিনিয়র সহসভাপতিভিত্তিক হয়ে গেছে। নানা সমীকরণ মিলিয়ে সভাপতি ছেড়ে সিনিয়র সহসভাপতি পদে ঝুঁকেছেন তরফদার। ইমরুল হাসানকে সহসভাপতি পদে মনোনয়ন নেওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল তরফদারের সমর্থকদের পক্ষ থেকে।

কিন্তু সূত্রের খবর, সিনিয়র সহসভাপতি ছাড়া অন্য কোনো পদে যেতে ইমরুল সায় দেননি। ফলে জমজমাট একটা লড়াইয়ের আভাস মিলছে এই দুই করপোরেট সংগঠকের মধ্যে।

ইমরুল অবশ্য বিষয়টাকে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে দেখছেন জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করব বলেই মনোনয়নপত্র কিনেছি। তরফদারের মনোনয়নপত্র নেওয়াকে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে দেখছি। যে-ই জিতুক, নির্বাচন হলে ভালো। আমি নির্বাচন করব।’

ইমরুল হাসান ও তরফদার রুহুল আমিনের মধ্যে নির্বাচনের লড়াই জমে উঠতে পারে

আগামীকাল ও পরশু মনোনয়নপত্র জমা। সভাপতি পদে সাবেক ফুটবলার ও বিএনপি নেতা তাবিথ আউয়াল মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তার আগেই নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন তিনি।

ফর্টিস এএফসির মাঠে তাঁর উদ্যোগে আজ একটি অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, আরমান মিয়া, বিপ্লব ভট্টাচার্যসহ আরও কয়েকজন। সংগঠকদের মধ্যেও ছিলেন অনেকে।

এ অনুষ্ঠানে দেখা গেছে আর্থিক অনিয়মের কারণে ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকেও। তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

তাবিথ আউয়ালের অনুষ্ঠানে ফিফার নিষেধাজ্ঞা কাটাতে থাকা আবু নাঈম সোহাগ উপস্থিত থাকায় নানা ধরনের প্রশ্ন উঠেছে

অনুষ্ঠানে সাবেক ফুটবলাররা চার দলে ভাগ হয়ে খেলেন। তাবিথ খেলেন একটি ম্যাচে। এক ফাঁকে নারীদের একটা ম্যাচও হয়েছে। ম্যাচটা উপলক্ষমাত্র, আসলে সবাই ব্যস্ত ছিলেন ভোট চাওয়াতেই। তাবিথ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘গত নির্বাচনে আমি হেরেছিলাম। খেলোয়াড় হিসেবে সেই হার থেকে শিক্ষা নিয়ে আমি আবার নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। একজন ফুটবলার হিসেবে আমার ফুটবলার ভাই, বন্ধু, অগ্রজ, অনুজদের সমর্থন নিয়েই এগোতে চাই।’

জানা গেছে, দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন—তিনজনই সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেবেন। ফুয়াদ সহসভাপতি ও শাহাদাত হোসেন সদস্যপদেও জমা দিতে চান।

মনোনায়নপত্র প্রত্যাহার ১৯-২০ অক্টোবর।