চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগের লড়াই আগামী বুধবার। এর আগে আজ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে সিটি। সেমিফাইনালের আগে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় কয়েক দিন আগে সূচি নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন পেপ গার্দিওলা।
আজ সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও গার্দিওলার সুরেই কথা বলেছেন। এই কোচের দাবি, সেমিফাইনালের প্রথম লেগ এমন ঠাসা সূচিতেই খেলেছিল রিয়াল মাদ্রিদ।
লা লিগায় রিয়াল গত রাতে খেললেও সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলবে আজ সন্ধ্যায়। অর্থাৎ সিটির চেয়ে এক দিন বেশি বিশ্রামের সময় পাচ্ছে রিয়াল। এই প্রসঙ্গে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘পেপ গার্দিওলা ঠাসা সূচি নিয়ে অভিযোগ করেছেন। তবে প্রথম লেগের ম্যাচটি আমরা খেলেছিলাম কম বিশ্রাম নিয়ে, এবার তাদের পালা। এমন সূচি অবশ্যই আদর্শ কিছু নয়। সবার জন্যই ম্যাচ অনেক বেশি। তাদের অভিযোগও ঠিক আছে। সব কোচই সূচি নিয়ে অভিযোগ করেছে।
রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিনই। কারণ, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগটা নিতে পারেনি আনচেলত্তির দল। একে তো সিটির মাঠে খেলা, তার ওপর পেপ গার্দিওলার দল আছে দুর্দান্ত ছন্দে। তাই রিয়াল যতই চ্যাম্পিয়নস লিগের রাজা হোক না কেন, এবার ফাইনালে ওঠা সহজ হবে না তাদের জন্য। তবে আনচেলত্তি এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী, ‘আমাদের বেঞ্চ অনেক শক্তিশালী, এই ধরনের ম্যাচে যারা বড় অবদান রাখতে পারে। গত বছর বেঞ্চ থেকে আসা ফুটবলাররা আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততে সহায়তা করেছিল।’
গত রাতে হেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দেন আনচেলত্তি। সব মিলিয়ে গত মঙ্গলবার সিটির বিপক্ষে শুরুর একাদশ থেকে এই ম্যাচের একাদশে আট পরিবর্তন আনেন। আনচেলত্তি জানিয়েছেন, ফিরতি লেগের একাদশ সাজিয়ে রেখেছেন তিনি, ‘বুধবারের দল নিয়ে পরিষ্কার ধারণা আমার আছে। কোনো সংশয়ই নেই কারা খেলবে।’