প্রিমিয়ার লিগের এই মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ হয়ে গেছে বেশির ভাগ দলের। চারটি দল শুধু চারটি করে ম্যাচ খেলেছে। আজ ব্রাইটনের মাঠে অতিথি নটিংহাম ফরেস্ট, ম্যানচেস্টার সিটির মাঠে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে আর্সেনাল। এই দুটি ম্যাচ হয়ে গেলে সব দলেরই পাঁচটি করে ম্যাচ হয়ে যাবে। পাঁচটি করে ম্যাচ খেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ছয় দল—লেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস, ইপসউইচ টাউন, সাউদাম্পটন, এভারটন ও উলভারহ্যাম্পটন। শুধু প্রিমিয়ার লিগ নয়, ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের ইতিহাসে যে ঘটনা এবারই প্রথম। মৌসুমের শুরুতে পাঁচটি করে ম্যাচ খেলার পরও এত বেশি দল এর আগে কখনো জয়হীন ছিল না।
জিততে না পারলেও লেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস ও ইপসউইচ টাউন তিনটি করে ম্যাচ ড্র করেছে। ফলে এই তিন দলেরই পয়েন্ট ৩ করে। অন্যদিকে একটি করে ম্যাচ ড্র করেছে সাউদাম্পটন, এভারটন ও উলভারহ্যাম্পটন। খুব স্বাভাবিকভাবেই আপাতত অবনমন অঞ্চলে এই তিন দল। তবে গোল ব্যবধান কিছুটা ভালো (-৭) বলে ১৮ নম্বর স্থানটি সাউদাম্পটনের। অন্যদিকে এভারটন ও উলভারহ্যাম্পটন—দুই দলই ৫টি করে গোল দিয়ে খেয়েছে ১৪টি করে গোল। দুই দলেরই গোল ব্যবধান—৯। পয়েন্ট তালিকার ১৯ ও ২০ নম্বর স্থান দুটি এই দুই দলের।
অন্যদিকে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, এমন দল চারটি—সিটি, আর্সেনাল, ব্রাইটন, নটিংহাম ফরেস্ট। মজার ব্যাপার হচ্ছে, এই চার দলই আবার আজ মাঠে নামছে। এর মধ্যে আর্সেনাল জিতেছে ৩ ম্যাচ, ড্র করেছে ১টি। ব্রাইটন ও নটিংহামের দুটি করে জয় ও হার। শতভাগ জয়ের রেকর্ড শুধু চ্যাম্পিয়ন ম্যান সিটির। আর্সেনালের বিপক্ষে আজকের ম্যাচের পরও টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি এই শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।