মেসি-সুয়ারেজ
মেসি-সুয়ারেজ

মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে সুয়ারেজের জুটি বাঁধা নিয়ে অনিশ্চয়তা

তবে কি ইন্টার মায়ামিতে যেতে নয়, খেলা ছাড়ার জন্যই কী চুক্তি শেষ করলেন সুয়ারেজ?

গ্রেমিওর সঙ্গে লুইস সুয়ারেজের চুক্তি দুই বছরের। সেই হিসাবে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বর। তবে কয়েক দিন আগে জানা গেছে, ক্লাবের সঙ্গে সুয়ারেজের চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।

এর পর থেকেই অনেকে ধারণা করেছেন, সুয়ারেজ বন্ধু লিওনেল মেসির সতীর্থ হতে ইন্টার মায়ামিতে যাচ্ছেন। তবে সুয়ারেজ বলছেন, এই চুক্তি শেষের পর তিনি আর খেলবেন কি না, সেটাই নিশ্চিত নয়। তাঁর সঙ্গে মায়ামি নাকি যোগাযোগই করেনি।

ক্যারিয়ারে হাঁটুর চোট সুয়ারেজকে অনেক ভুগিয়েছে। সম্প্রতি শোনা গিয়েছিল, ব্যথার সঙ্গে আর পেরে উঠছেন না সুয়ারেজ। ব্রাজিলীয় পত্রিকা জিজেডএইচ এসপোর্তেস তখন জানিয়েছিল, দীর্ঘদিন ধরে আর্থ্রোসিসে আক্রান্ত উরুগুইয়ান তারকা। সে জন্য নাকি অবসর নিয়ে ফেলার কথাই ভাবছেন সাবেক এই বার্সেলোনা স্ট্রাইকার। তবে এই খবর ছড়ানোর পরও সুয়ারেজ মাঠে নেমেছেন, গ্রেমিওর হয়ে গোলও করেছেন। সে কারণেই বোধ হয় সমর্থকেরা কিছুটা আশাবাদী হয়েছিলেন।

সুয়ারেজের হাঁটুর চোটটা বেশ পুরোনো

তবে সুয়ারেজ যেন নিজেই আশা হারিয়ে ফেলেছেন, ‘গ্রেমিওর সঙ্গে আমার চুক্তি শেষ হবে ডিসেম্বরে, ক্লাব আমার চাওয়ার সঙ্গে একমত হয়েছে, সে কারণে আমি কৃতজ্ঞ। আমি জানি না, আমি অন্য কোনো জায়গায় খেলব কি না, কারণটা সবাই জানে, আমার হাঁটুর চোট। আমি গ্রেমিওর সমর্থকদের বলব, কারণটা বিবেচনা করতে যে ৩৭ বছর বয়সী একজন ফুটবলার ছিল, যার হাঁটুতে অনেক যন্ত্রণা থাকার পরও সে সব সময় খেলেছে।’

কেন চুক্তি এক বছর আগেই শেষ করেছেন সুয়ারেজ, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘শারীরিক অবস্থার কারণে আমার মনে হয় না আগামী বছর আমি পারফর্ম করে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাহিদা, সেটা পূরণ করতে পারব। এই কারণে ক্লাবের সঙ্গে আমি এক বছর আগেই চুক্তি শেষ করার বিষয়ে কথা বলেছি।’

মায়ামি সুয়ারেজের সঙ্গে কথা না বললেও তাঁকে দলে নেওয়ার বিষয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছে, ‘আমি জানি ইন্টার মায়ামি গ্রেমিওর সঙ্গে কথা বলেছে, ক্লাব তাদের বলেছে আমার চুক্তি আছে। আমি শুধু বলতে পারি, ইন্টার মায়ামি আমার সঙ্গে কথা বলেনি।’