চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর টালমাটাল এক পরিস্থিতিতে পড়েছে পিএসজি। এক দিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে টানা ব্যর্থতার যন্ত্রণা। অন্য দিকে দলের শীর্ষ তারকাদের ক্লাব ছাড়ার গুঞ্জন। সব মিলিয়ে খুব একটা ভালো সময় কাটছে না প্যারিসের ক্লাবটির।
আজ রাতে ব্রেস্তের বিপক্ষে মাঠে নামার আগে এসব অপ্রীতিকর বিষয় নিয়ে কথা বলতে হয়েছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরকে। কোচ বলেছেন, ক্লাবে থাকার জন্য কিলিয়ান এমবাপ্পেকে তাঁর বোঝানোর প্রয়োজন নেই। আর চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার অভিজ্ঞতা লিওনেল মেসির আগেও ছিল বলে মন্তব্য করেছেন গালতিয়ের।
চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করে দল গঠন করলেও এ প্রতিযোগিতায় বারবার ব্যর্থতা দেখেছে পিএসজি। দলের এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে ক্লাব ছাড়তে যাচ্ছেন এমবাপ্পে।
ফরাসি ফরোয়ার্ডকে ক্লাব না ছাড়ার অনুরোধ করবেন কি না, জানতে চাইলে গালতিয়ের বলেছেন, ‘ক্লাবে থাকার জন্য আমার কিলিয়ানকে (এমবাপ্পে) বোঝানোর প্রয়োজন নেই। কিলিয়ান নিজেই এটা বলবে। এ মুহূর্তে আপনি যে খেলোয়াড়কেই জিজ্ঞেস করেন, সবাইকে একই অবস্থায় পাবেন, দলের বিদায়ে তারা সবাই হতাশ।’
পিএসজিতে থেকে এমবাপ্পে দলকে সাহায্য করবে, এমনটাই প্রত্যাশা গালতিয়েরের, ‘কিলিয়ানকে বিবেচনায় নিলে সে পিএসজির খেলোয়াড়, যা সে প্রতি ম্যাচেই প্রমাণ করেছে। সাফল্য লাভে সে দারুণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আর সে ভালো পারফর্ম করে দলকেও আরও উঁচুতে উঠতে সাহায্য করতে চায়।’
শুধু এমবাপ্পেই নন, মেসি-রামোসের ক্লাব ছাড়ার প্রসঙ্গও এখন বেশ আলোচনায়। পিএসজির বিদায়ের পর এ দুজনের অবস্থা কেমন তা জানাতে গিয়ে গালতিয়ের বলেছেন, ‘এ দুজন দারুণ খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের অবিশ্বাস্য রেকর্ড ও অর্জন আছে। তারা এ ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।’
মেসি-রামোসের চ্যাম্পিয়নস লিগ জেতার অভিজ্ঞতা নিয়ে গালতিয়ের আরও বলেছেন, ‘তারা নিজেদের ক্যারিয়ার থেকেই জানে, কীভাবে চ্যাম্পিয়নস লিগ জিততে হয়। পাশাপাশি তাদের বাদ পড়ার অভিজ্ঞতাও আছে। এসবে তারা অভ্যস্ত। তারা অনেক উঁচু মাপের খেলোয়াড়। কীভাবে এক ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলে অন্য ম্যাচ খেলতে হয়, তা তাদের জানা আছে। আর তাদের ব্যক্তিগত অবস্থান বা চুক্তির পরিস্থিতি নিয়ে যদি বলি তবে তারা এমন মানুষ, যারা এসব মুহূর্ত ভালোভাবেই সামলাতে পারে।’
এদিকে শুক্রবার সফলভাবে নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মৌসুম শেষে ক্লাব ছাড়ার গুঞ্জন আছে এই ব্রাজিলিয়ান তারকারও।