প্রিমিয়ার লিগের গত মৌসুম ও বর্তমান মৌসুম মিলিয়ে পাঁচটি দলের বিপক্ষে গোল পাননি হলান্ড
প্রিমিয়ার লিগের গত মৌসুম ও বর্তমান মৌসুম মিলিয়ে পাঁচটি দলের বিপক্ষে গোল পাননি হলান্ড

প্রিমিয়ার লিগে যে দলগুলোর বিপক্ষে এখনো গোল পাননি হলান্ড

গত মৌসুমে প্রিমিয়ার লিগে যোগ দিয়েই গোলের বন্যা বইয়ে দেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচ খেলে করেন ৩৬ গোল। এই গোলগুলো করার পথে একের পর এক রেকর্ড ভেঙেছেন নরওয়েজীয় তারকা।

তবে এর মধ্যেও তিনটি দল ছিল ব্যতিক্রম; যাদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে কোনো গোল করতে পারেননি হলান্ড। সব মিলিয়ে হলান্ড প্রিমিয়ার লিগে ১৯ দলের বিপক্ষে খেলে ১৬ দলের বিপক্ষেই গোল করেছেন। যে তিনটি দল অবনমনের শিকার হয়ে দ্বিতীয় স্তরে নেমে গেছে, সেই দলগুলোর বিপক্ষেও গোল পেয়েছিলেন হলান্ড।

গত মৌসুমে অবনমিত হওয়া তিনটি দল ছিল লেস্টার সিটি, লিডস এবং সাউদাম্পটন। যেখানে সাউদাম্পটনের বিপক্ষে দুই ম্যাচে করেছিলেন ৩ গোল, লিডসের বিপক্ষে দুই ম্যাচে ২ গোল এবং লেস্টারের বিপক্ষে এক ম্যাচ ২ গোল।

লিভারপুলের বিপক্ষে হলান্ডের অভিজ্ঞতা সুখকর নয়

এবার মৌসুম শুরুর আগে আগেরবারের তিন দল এবং চলতি মৌসুমে দ্বিতীয় স্তর থেকে উঠে আসা তিন দল মিলিয়ে মোট ৬ দলের বিপক্ষে গোল পাননি হলান্ড। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা দুটি দল লুটন টাউন ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে অবশ্য এখনো খেলেননি। আর গত মৌসুমে যে তিন দলের বিপক্ষে হলান্ড গোল পাননি, তারা হলো লিভারপুল, চেলসি এবং ব্রেন্টফোর্ড। তবে দ্বিতীয় স্তর থেকে উঠে আসা আরেক দল বার্নলির বিপক্ষে লিগ মৌসুমের উদ্বোধনী ম্যাচে করেছেন জোড়া গোল

গত মৌসুমে লিভারপুলের বিপক্ষে দুই ম্যাচের একটিতে খেলতে পেরেছিলেন হলান্ড। দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে গোড়ালির চোটের কারণে খেলা হয়নি তাঁর। তবে অ্যানফিল্ডে অল রেডদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে একরকম বোতলবন্দী হয়ে ছিলেন। সেই ম্যাচে রক্ষণে খেলে সবাইকে চমকে দেওয়া জেমস মিলনার কোনো সুযোগ দেননি হলান্ডকে। সেদিন হলান্ড কেন, সিটিই কোনো গোল করতে পারেনি। উল্টো মোহাম্মদ সালাহর দুর্দান্ত গোলে ১–০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল সিটিকে।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে হলান্ড এবং সিটির গল্পটা আরও শোচনীয়। এই দলটির বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছে সিটি। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এক ম্যাচে মাঠে নেমেছিলেন হলান্ড। সেই ম্যাচে ৯০ মিনিট মাঠে থেকেও কোনো পার্থক্য গড়তে পারেননি। ফিল ফোডেন সিটির হয়ে গোল করার পরও পেপ গার্দিওলার দল ম্যাচ হারে ২–১ ব্যবধানে। আর ১–০ গোলে হারা অন্য ম্যাচটিতে বেঞ্চে বসেই কাটান হলান্ড।

এবার আসা যাক চেলসি ম্যাচে। লন্ডনের ক্লাবটির বিপক্ষে দুই লেগেই ১–০ ব্যবধানে জয় পায় সিটি। তবে এর কোনোটিতেই গোল করা হয়নি হলান্ডের। একটিতে গোল করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটিতে রিয়াদ মাহরেজ। একটি ম্যাচে হলান্ড অবশ্য নেমেছিলেন বদলি হিসেবে।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমেও পুরোনো ছন্দ ধরে রেখেছেন হলান্ড

প্রিমিয়ার লিগে গোল করতে না পারা দলের সংখ্যা পাঁচ থেকে চারে নেমে আনার সুযোগ পরের ম্যাচেই পেতে যাচ্ছেন হলান্ড। আগামী রোববার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। সেই ম্যাচে হলান্ড গোল করতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।