হারের পর হতাশ রবার্ট লেভানডফস্কিরা
হারের পর হতাশ রবার্ট লেভানডফস্কিরা

১৮ বছর পর ঘরের মাঠে হার বার্সেলোনার, কোচ বললেন ‘ব্রেক চাই’

আবার পয়েন্ট খোয়াল বার্সেলোনা। এবার আতলেতিকো মাদ্রিদের কাছে। শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে হান্সি ফ্লিকের দল। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা। সেই সঙ্গে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে পয়েন্ট হারাল ষষ্ঠবারের মতো।

এমন হতাশার রাতে বার্সেলোনা কোচ বলেছেন, তাঁর দলের এখন বিরতি দরকার। বিরতি অবশ্য বার্সা পাচ্ছেও। ক্রিসমাস পেরিয়ে কাতালুনিয়ার দলটির পরের ম্যাচ আগামী জানুয়ারি।

অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আতলেতিকোর সঙ্গে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বার্সেলোনা। ৩০ মিনিটে পেদ্রি বার্সাকে এগিয়ে দেওয়ার পর ৬০ মিনিটে তা শোধ করে দেন রদ্রিগো দি পল। ১-১ সমতায় ম্যাচ যখন শেষের পথে, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে আতলেতিকোকে জিতিয়ে দেন আলেক্সান্ডার সরলথ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি আতলেতিকোর টানা ১২তম জয়।

শেষ মুহূর্তের গোলে মাতোয়ারা আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা

যে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে দিয়েগো সিমিওনের দল। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট ৪১। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৮, অবস্থান দুইয়ে। অথচ নভেম্বরের শুরুতেও আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়েছিল বার্সেলোনা। এবারের লিগে প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছিল ১১টিতেই। তার পরের সাত ম্যাচে মাত্র এক জয়ের বিপরীতে চারটিতেই হার, দুটিতে ড্র।

এমন হতাশাজনক অধ্যায়ে দাঁড়িয়ে বার্সেলোনা কোচ বলেছেন, ‘এখন বিরতি এসেছে। আর আমাদের সবার বিরতিই দরকার। (আতলেতিকোর বিপক্ষে) এই হার আমাদের জন্য হতাশাজনক। কারণ ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন আমরা ক্রিসমাস উদ্‌যাপন করব। এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমের বাকি সময়ে কী করতে পারি।’

ম্যাচের প্রথমার্ধে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন পেদ্রি

খুব ভালোভাবে মৌসুম শুরু করলেও পয়েন্ট হারাতে হারাতে শীর্ষচ্যুত হওয়া নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন ফ্লিক। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানও ভালোই বলে মন্তব্য তাঁর, ‘হ্যাঁ, দারুণ তিনটা মাসের পর লাগাতার পয়েন্ট হারিয়ে আমরা এখন শীর্ষে নেই। তবে দিন শেষে এখনো আমরা ভালো অবস্থানেই আছি। বিশেষ করে আমরা যেখানে যেতে চাই সেটার পরিপ্রেক্ষিতে। আমি (পয়েন্ট টেবিল) নিয়ে চিন্তিত নই। দল ভালো খেলছে। এই ম্যাচে তারা দেখিয়েছে কতটা ভালো খেলতে পারে। এখন থেকে এটাই আমাদের স্ট্যান্ডার্ড।’