আজ দলবদলের শেষ দিনে আলোচনায় আছেন (বাঁ থেকে) সালাহ, কানসেলো ও ম্যাগুয়ার
আজ দলবদলের শেষ দিনে আলোচনায় আছেন (বাঁ থেকে) সালাহ, কানসেলো ও ম্যাগুয়ার

ইউরোপে শেষ দিনের দলবদলে কে কোথায় যেতে পারেন

দেখতে দেখতে শেষ হয়ে এল ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়। প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর দলবদল জানালা বন্ধ হয়ে যাবে ১ সেপ্টেম্বর শুক্রবার ইংল্যান্ডের সময় রাত ১১টায়। দেশভেদে সেটা এক-দুই ঘণ্টা এদিক-ওদিক হয় অবশ্য।

তবে ইদানীং দলবদলের বাজারে নতুন শক্তি হয়ে ওঠা সৌদি প্রো লিগের দলবদল চলবে আরও কিছুদিন। সৌদি আরব ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট বলছে, ওদের লিগের দলবদল চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেটা ২০ সেপ্টেম্বর পর্যন্তও চলতে পারে।

ফিফার নিয়মানুযায়ী সর্বোচ্চ ২০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলের জানালা খোলা রাখা যাবে, তবে দলবদলের সময়টা কিছুতেই ১২ সপ্তাহের বেশি হতে পারবে না। তার মানে, ১ সেপ্টেম্বরের পর সৌদি আরবের দলগুলো খেলোয়াড় কিনতে পারলেও ইউরোপের দলগুলো সেটা পারবে না। সুতরাং ইউরোপের দলবদলের জানালা বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক খেলোয়াড় ক্লাব ছেড়ে সৌদি আরব যেতে পারবেন।

এটা ইউরোপের ক্লাবগুলোর জন্য জন্য একটা দুশ্চিন্তার বিষয়। ওই সময় বড় অঙ্কের অর্থের টানে কেউ ইউরোপ ছেড়ে চলে গেলে ওই খেলোয়াড়ের শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না।

যা–ই হোক, ইউরোপের ক্লাবগুলো এমনিতেও বসে নেই একেবারে। কয়েক সপ্তাহ ধরেই নিজেদের পছন্দমতো খেলোয়াড় কিনে ঘর গোছানোর চেষ্টা করেছে তারা। এখন আসলে শেষ সময়ের কেনাকাটাই বাকি। শেষ দিনে দলবদল করতে পারেন, এমন সম্ভাব্য কয়েকজন খেলোয়াড়ের একটা তালিকা করেছে ইএসপিএন। চলুন দেখা যাক, কারা আছেন সেই তালিকায়—

মোহাম্মদ সালাহ

বর্তমান ক্লাব ⫸ লিভারপুল
যেতে পারেন ⫸ আল ইত্তিহাদ

লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন সালাহ

সৌদি ক্লাব ইত্তিহাদ ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে। তবু মোহাম্মদ সালাহকে বিক্রি করতে রাজি নয় লিভারপুল। সালাহর বেতন হতে পারে রোনালদো-বেনজেমা-নেইমারদের চেয়েও বেশি এবং শোনা গেছে তিনি নিজে আগ্রহও দেখিয়েছেন। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

সোফিয়ান আমরাবাত

বর্তমান ক্লাব ⫸ ফিওরেন্তিনা
যেতে পারেন ⫸ ম্যানচেস্টার ইউনাইটেড

ফিওরেন্তিনাকে গত মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন আমরাবাত

ইউনাইটেড চাইছে সোফিয়ান আমরাবাতকে, তবে মরোক্কান মিডফিল্ডারকে একেবারে কিনে নেওয়ার মতো অবস্থায় নেই তারা। আর্থিক সংগতি নীতির ঝামেলায় পড়ে যাবে তাহলে। উপায় হচ্ছে ধারে নেওয়া। ফিওরেন্তিনা সেই প্রস্তাবে রাজি, এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

আনসু ফাতি

বর্তমান ক্লাব বার্সেলোনা
যেতে পারেন ব্রাইটন

জাভির বার্সেলোনায় ব্রাত্য হয়ে পড়েছেন ফাতি

বার্সেলোনার জার্সিতে এ মৌসুমে আর দেখা যাবে না আনসু ফাতিকে। বিবিসি জানিয়েছে, ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার ইংল্যান্ডে যাওয়ার কথা। সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে ধারে খেলার চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২০২৪ সালের জুন পর্যন্ত ব্রাইটনে খেলবেন ফাতি, এমন খবরই এসেছে।

হ্যারি ম্যাগুয়ার

বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড
যেতে পারেন ⫸ ওয়েস্ট হাম

হ্যারি ম্যাগুয়ারের ইউনাইটেড অধ্যায় ভালো কাটেনি

বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারকে এখন বিক্রি করে দিতে পারলে যেন বাঁচে ইউনাইটেড। ম্যাগুয়ারকে তারা কিনেছিল ৮ কোটি পাউন্ডে, এখন ওয়েস্ট হাম প্রস্তাব দিয়েছে ৩ কোটি পাউন্ডের। ইউনাইটেড এখনো রাজি হয়নি, শেষ দিনে হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

মার্ক কুকুরেয়া

বর্তমান ক্লাব ⫸ চেলসি
যেতে পারেন ⫸ ম্যানচেস্টার ইউনাইটেড

কুকুরেয়াকে ছেড়ে দিতে চায় চেলসি

ব্রাইটন থেকে ৬ কোটি ৩০ লাখে মাত্র ১২ মাস আগে কেনার পর এখন তাঁকে বিক্রি করে দিতে আগ্রহী চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড চোটপ্রবণ লুক শ ও টাইরেল ম্যালাসিয়ার বিকল্প হিসেবে তাঁকে কিনতে চায়।

রান্দাল কোলো মুয়ানি

বর্তমান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
যেতে পারেন পিএসজি

কোলো মুয়ানি নাম লেখাতে পারেন স্বদেশি ক্লাব পিএসজিতে

টাকা পিএসজির কাছে কোনো সমস্যা নয়। সুতরাং ওরা কোনো খেলোয়াড়কে চাইলে কোনো ক্লাবের পক্ষে তাঁকে ধরে রাখা কঠিন। ফ্রাঙ্কফুর্টও পিএসজির আট কোটি ইউরোর প্রস্তাবে রাজি বলেই শোনা যাচ্ছে।

জোয়াও কানসেলো

বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি
যেতে পারেন বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের পর বার্সেলোনায় ধারে পাঠানো হতে পারে ম্যানচেস্টার সিটির কানসেলোকে

বার্সা আগ্রহী পর্তুগিজ ডিফেন্ডারকে ধারে নিতে, ম্যান সিটিও রাজি। তবে বার্সা সর্বোচ্চ কতজন বিদেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে এবং কাকে কাকে করাবে, এটার ওপর নির্ভর করছে এই চুক্তি।