টটেনহাম হটস্পারের সঙ্গে তাহলে হ্যারি কেইনের ১৯ বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে!
দ্য টাইমস–এর প্রতিবেদন দেখে তো সে রকমই মনে হচ্ছে। ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে, কেইনকে বিক্রি করতে রাজি হয়েছে টটেনহাম। ইংলিশ অধিনায়ককে ছাড়তে অবশ্য আকাশচুম্বী দাম বেঁধে দিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। অঙ্কটা ১১ কোটি ৪৩ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২৮৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
২০২৪ সালের ৩০ জুন টটেনহামের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কেইনের। চুক্তি নবায়ন না করলে এরপর তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তবে আসছে গ্রীষ্মকালীন দলবদলেই তাঁকে পেতে উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির কিংবদন্তি ফুটবলার রিও ফার্ডিনান্ডেরও চাওয়া, টটেনহাম ছেড়ে ইউনাইটেডে আসুন কেইন। ফার্ডিনান্ডের ধারণা, কেইন মৌসুমে কমপক্ষে ২০ থেকে ২৫ গোল করবেনই। তাই চড়া দামে হলেও তাঁকে দলে ভেড়ানো উচিত।
নিজেদের ইতিহাসের সেরা স্ট্রাইকারকে ছাড়তে চড়া দামই হাঁকিয়েছে টটেনহাম। এই দামেই রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও কেইনকে কিনতে আগ্রহী। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারারের রেকর্ড (২৬০) ভাঙতে কেইন নিজ দেশেরই কোনো ক্লাবে খেলতে চান। ২০৪ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এই মুহূর্তে তিনে আছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার।
২০০৪ সালে টটেনহাম একাডেমিতে ট্রায়াল দিতে এসে বাদ পড়েন কেইন। যোগ দেন ওয়াটফোর্ড একাডেমিতে। সে বছরই ওয়াটফোর্ডের হয়ে টটেনহামের বিপক্ষে একটি ম্যাচে দারুণ পারফর্ম করেন। তাঁর খেলায় মুগ্ধ হয়ে তাঁকে নিজেদের দলে নিয়ে নেন টটেনহাম কর্তারা। এরপর কেইনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরুতে মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন। সেই মানুষটাই পরবর্তীতে হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সেরা স্ট্রাইকার।
২০০৯ সালে টটেনহামের মূল দলে যোগ দেওয়ার পর ক্লাবটির অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে কেইনের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল, টটেনহাম ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, ক্লাবটির হয়ে ৩০০ ম্যাচ খেলার মাইলফলক, টানা ৮ মৌসুম ক্লাবের সর্বোচ্চ গোলদাতা, লন্ডন ডার্বিতে সর্বোচ্চ গোলের মালিক এই স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী হলেও দলীয় অর্জনে শুধুই শূন্যতা।
শীর্ষ পর্যায়ের ফুটবলে ১৪ বছর খেলেও কোনো ট্রফি জিততে পারেননি কেইন। টটেনহামের মালিকপক্ষও শিরোপা জেতার মতো যথেষ্ট শক্তিশালী দল গড়তে খুব একটা তৎপর নয়। সব মিলিয়ে শিরোপা জিততে না পারার হতাশা ভর করাতেই লন্ডনের ক্লাবটি ছাড়তে চাইছেন কেইন। এই সুযোগে টটেনহামও তাঁকে ছাড়তে চড়া দাম বেঁধে দিয়েছে।
শুধু ইউনাইটেডের কাছ থেকে ব্যাপক মুনাফার লক্ষ্যই নয়; বরং লন্ডনের অন্য কোনো ক্লাব যাতে কেইনকে কিনতে আগ্রহ না দেখায়, সেটা নিশ্চিত করতেই ১ হাজার ২৮৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা চাইছে টটেনহাম। গত শীতকালীন দলবদলে খেলোয়াড় কিনতে রেকর্ড অর্থ ব্যয় করেছে চেলসি। আগামী মৌসুমে নিশ্চয়ই তারা খরচ কমাতে চাইবে। আর্সেনালও এত দাম দিয়ে হয়তো কেইনকে নিতে চাইবে না। প্রিমিয়ার লিগের এ মৌসুমে খেলা লন্ডনের বাকি ৪ ক্লাব ওয়েস্ট হাম, ক্রিস্টাল প্যালেস, ব্রেন্টফোর্ড ও ফুলহামের কেইনকে কেনার সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন।
সব ঠিক থাকলে তাই ইউনাইটেডই হতে পারে কেইনের নতুন ঠিকানা। শেষ পর্যন্ত কেইনকে না পেলে নাপোলির তারকা ভিক্টর ওসিমেনকে ওল্ড ট্রাফোর্ডে আনতে পারে রেড ডেভিল কর্তৃপক্ষ।