চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা
চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ–বার্সেলোনা

‘আপনি আগে যান, না না আপনিই যান’— এই চলছে রিয়াল-বার্সার

বিশেষ কোনো কাজে গিয়ে পরিচিত কারও জন্য জায়গা ছেড়ে দেওয়াকে বিনয় হিসেবেই দেখা হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় একজনকে আরেকজনের বলতে দেখা যায়, ‘ভাই, আপনি আগে যান।’ তবে বিনয়ের জবাবটা বেশির ভাগ সময় বিনয় দিয়েই দিতে দেখা যায় অন্যজনকে। তখন তিনি বলেন, ‘না না, আপনিই আগে যান।’

এই কথাগুলো প্রতীকী হলেও ফুটবলে বিনয়ের এমন পরাকাষ্ঠা হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই দলেরই কেউই যেন একে অন্যের চেয়ে এগিয়ে যেতে চাইছে না।

নয়তো সুযোগ পেয়েও বারবার কেন প্রতিপক্ষের সুবিধাটাই আগে দেখবে তারা। তা–ও দুই দলের সম্পর্ক যখন এমন সাপে–নেউলে! যদিও এই বিনয় প্রদর্শনে রিয়ালের চেয়ে বার্সাই বেশি এগিয়ে আছে। বিনয়ের এই অব্যাহত ধারার মধ্যেই আজ রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।

রিয়াল-বার্সার ‘এল ক্লাসিকো’ দিয়েই শুরুটা করা যাক। সান্তিয়াগো বার্নাব্যুর সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। সেই জয়ের পর বার্সা এগিয়ে যায় ৬ পয়েন্টে। পয়েন্টের পার্থক্যের পাশাপাশি সেদিন দুই দলের পারফরম্যান্স তুলনা করে অনেকে রিয়ালের শেষও দেখে ফেলেছিলেন। কিন্তু নাটক যে তখনো শুরুই হয়নি।

এল ক্লাসিকো জয়ের পর যে বার্সাকে অপ্রতিরোধ্য ভাবা হচ্ছিল, তারাও পথ হারাতে খুব সময় নেয়নি। সেদিনের পর এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে বার্সা। হেরেছে ৩ ম্যাচে এবং ড্র করেছে ২টিতে। অর্থাৎ সাত ম্যাচে বার্সা কুড়িয়ে নিতে পেরেছে মাত্র ৮ পয়েন্ট। লা লিগায় চলতি মৌসুমে সব মিলিয়ে ৪ ম্যাচ হেরেছে বার্সা, যার তিনটিই এসেছে শেষ ৭ ম্যাচে।

বার্সেলোনা মৌসুমের শুরুটা দারুণভাবেই করেছিল

বার্সার এমন হোঁচট রাস্তা খুলে দিয়েছিল রিয়ালের জন্য। বার্সার মতো পুরোপুরি বিনয়ের অবতার না হলেও রিয়ালও কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬ পয়েন্টের ব্যবধান মিটিয়ে বর্তমানে এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। অর্থাৎ ১৮ ম্যাচে বার্সার ৩৮ পয়েন্টের বিপরীতে রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৭। শেষ তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট না হারালে রিয়াল এখনই বার্সার চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকতে পারত।

শেষ তিন ম্যাচে রিয়ালের ফল হলো এমন, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের হার, এরপর জিরোনার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-৩ গোলের ড্র। বিলবাও ও ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট না হারালে পয়েন্টে বার্সাকে পেছনে ফেলে শীর্ষেই থাকতে পারত রিয়ালই। কিন্তু সে সুযোগ না নিয়ে আপাতত পিছিয়েই আছে তারা। যদিও তা এক ম্যাচ কম খেলে।

এর মধ্যে আগামীকাল সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। এখন আজ রাতে বার্সা-আতলেতিকোর ম্যাচ যদি ড্র হয়, তবে সেভিয়াকে হারিয়ে শীর্ষে উঠতে পারবে রিয়াল। কিন্তু এই ম্যাচে যদি দুই দলের কেউ জিতে যায়, তবে রিয়ালের শীর্ষে ওঠার অপেক্ষা আরও বাড়বে।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের চার পাণ্ডব এক ফ্রেমে। ভিনিসিয়ুস, রদ্রিগো এবং জুড বেলিংহামের সঙ্গে নিজের এই ছবিটা পোস্ট করেছেন এমবাপ্পে নিজেই

বার্সা-রিয়ালের পয়েন্ট হারানোর এই সুযোগটা আতলেতিকো ভালোই কাজে লাগিয়েছে। টানা ৬ ম্যাচ জিতে এখন রিয়াল-বার্সা দুই দলকেই চাপে রেখেছে দিয়েগো সিমিওনের দল। আজ রাতে আতলেতিকো যদি বার্সাকে হারাতে পারে, তবে এককভাবে শীর্ষে উঠে আসবে তারাই। সব মিলিয়ে এ মৌসুমে রিয়াল-বার্সা-আতলেতিকোর ত্রিমুখী লড়াই লিগের উত্তাপটাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে।