প্রতিপক্ষ খেলোয়াড়কে মেরে আলোচনায় রিয়াল মাদ্রিদ তারকা ফেদে ভালভের্দে
প্রতিপক্ষ খেলোয়াড়কে মেরে আলোচনায় রিয়াল মাদ্রিদ তারকা ফেদে ভালভের্দে

ওত পেতে থেকে ভিয়ারিয়ালের খেলোয়াড়কে মারলেন রিয়াল তারকা

ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের হারা ম্যাচে ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন ফেদে ভালভের্দে। রিয়াল মিডফিল্ডারের বিরুদ্ধে বাস-পার্কিং এলাকায় ভিয়ারিয়ালের উইঙ্গার আলেক্স বায়েনাকে ডেকে নিয়ে ঘুষি মারার অভিযোগ আনা হয়েছে। কিন্তু কেন?

ঘটনার সূত্রপাত অবশ্য গত জানুয়ারিতে। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। সেই ম্যাচের একপর্যায়ে ভিয়ারিয়াল তারকা বায়েনা লাথি মারেন ভালভের্দেকে। শুধু এটুকুই নয়, লাথি মারার পরে ভালভের্দের উদ্দেশে বায়েনা বলেছেন, ‘কাঁদো, কারণ তোমার ছেলে জন্মাবে না।’ ভালভের্দে ও তাঁর সন্তানসম্ভবা দাম্পত্য সঙ্গী মিনা বোনিনোকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছিলেন বায়েনা।

সে সময় অনাগত সন্তানকে নিয়ে বেশ কঠিন সময় পার করছিলেন ভালভের্দে ও বোনিনো। গর্ভে থাকা সন্তানকে হারানোর আশঙ্কাও তৈরি হয়েছিল। পরে অবশ্য বোনিনো সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে আশঙ্কা কেটে গেছে বলে জানান।

তবে ভালভের্দে বায়েনার পুরোনো কথা ঠিকই মনে রেখে দিয়েছেন। এর মাঝে গতকালও লা লিগার ম্যাচ চলাকালে কাছাকাছি ধরনের একটি মন্তব্য করেছিলেন স্প্যানিশ ফুটবলার বায়েনা। এবার আর ছেড়ে দেননি ভালভের্দে।

বল দখলের লড়াইয়ে ভালভের্দে ও বায়েনা
ছবি: এএফপি

ম্যাচ শেষে গাড়ি পার্কিং এলাকায় বায়েনার জন্য ওত পেতে ছিলেন ভালভের্দে। ভিয়ারিয়াল কাছে আসতেই ঘুষি মেরে দেন তাঁকে। আঘাতের শিকার হয়ে ভালভের্দের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বায়েনার থানায় যাওয়ার কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি ভিয়ারিয়ালের কাছে নাকি ভালভের্দের ঘুষি মারার প্রমাণও আছে।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ভালভের্দের কাছের একজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, সেটিও তুলে ধরা হয়েছে। সেই সূত্র বলেছে, ‘ফেদের সঙ্গে কারও কোনো সমস্যা নেই। এটি আগে থেকে চলে আসা একটা সমস্যার কারণে হয়েছে।’ বায়েনা অবশ্য ভালভের্দের অনাগত সন্তানকে নিয়ে অমন মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেছেন।