কাতারে গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর দলটির বেশ কয়েকজন খেলোয়াড় একটি কাজ যত্নের সঙ্গে করিয়েছেন। কাতার বিশ্বকাপ নিয়ে শরীরে উল্কি আঁকিয়েছেন তাঁরা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর একজন খেলোয়াড় এখনো সে পথে হাঁটেননি। তিনি লিওনেল মেসি! আর্জেন্টিনার অবিস্মরণীয় সেই জয়ের চার মাস পর মেসি জানিয়েছেন, উল্কির পরিকল্পনা তাঁরও আছে। তবে বিশ্বকাপের কী নিয়ে উল্কি করাবেন, তা এখনো ঠিক করেননি।
সংবাদমাধ্যম ‘বোলাভিপ’ মেসির একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওর সূত্র ধরে খবরটি জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টিনার অধিনায়ক ভিডিওতে জানিয়েছেন, তাঁর প্রিয় খাবার বারবিকিউ এবং পরিবারই তাঁর ব্যক্তিগত জীবনের সেরা অর্জন। এ ছাড়া উল্কির বিষয়েও জানতে চাওয়া হয়েছিল মেসির কাছে। পিএসজি তারকা এ নিয়ে বলেছেন, ‘আমার পরবর্তী উল্কি...সেটা হয়তো বিশ্বকাপ নিয়েই হবে।’ তবে মেসি জানিয়েছেন বিশ্বকাপ ট্রফির উল্কি আঁকাবেন না শরীরে।
পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাতে আর দুই মাস বাকি। আগামী মৌসুমে কোথায় খেলবেন, তা এখনো ঠিক করেননি। পিএসজি তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে চায়, এমনটাই শোনা গিয়েছিল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর। কিন্তু সেটি এখনো আলোর মুখ না দেখায় অনেকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। কেউ কেউ ভাবছেন, মেসি বোধ হয় বার্সেলোনাতেই ফিরবেন।
২৪ এপ্রিল স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো জানিয়েছিলেন, ১৫টি স্যুটকেস নিয়ে মেসি পা রেখেছেন বার্সেলোনায়। তবে তখন বার্সার পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্জেন্টাইন তারকার সঙ্গে ফেরার বিষয়ে ক্লাবের কোনো কথা হয়নি। এরপর লা লিগা হাভিয়ের তেবাসও জানান, মেসির বার্সায় ফেরার কাজটা বেশ কঠিন হবে, ‘মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন...বার্সেলোনা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সেলোনার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই। বিষয়টি জটিল তাদের জন্য।’