রোববার ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন। ১২০ বছরের ইতিহাসে এই প্রথম লেভারকুসেন জার্মানির শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো। জাবি আলোনসোর দল চ্যাম্পিয়ন হওয়ার পথে ভেঙেছে একাধিক রেকর্ড। আরও কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা সিংহাসন কেড়ে নেওয়া লেভারকুসেনকে।