ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’–তে দলসংখ্যা কমাতে চায় জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান। খেলোয়াড়দের চাপ কমাতে ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ২০ দলের পরিবর্তে ১৮ দল নিয়ে লিগ চায় ইতালির পরাশক্তি এই তিন ক্লাব। ক্লাবগুলোর সঙ্গে একমত ইতালিয়ান ফুটবল ফেডারেশনও (এফআইজিসি)।
তবে সিরি ‘আ’–তে দল কমানোর পক্ষে নয় লিগ কর্তৃপক্ষ অংশগ্রহণকারী অন্যান্য দল। বর্তমানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সিরি ‘আ’, প্রিমিয়ার লিগ ও লা লিগায় ২০ দল খেলে থাকে। জার্মানির বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ আঁ–তে খেলে ১৮টি দল।
২০০৪–০৫ মৌসুমের আগে ইতালিতেও শীর্ষ লিগে খেলত ১৮ দল। ২০ দলের লিগে প্রতিটি দল অপর ১৯ দলের বিপক্ষে হোম–অ্যাওয়ে ভিত্তিতে মোট ৩৮টি করে ম্যাচ খেলে। এর সঙ্গে মৌসুমজুড়ে থাকে ঘরোয়া ও মহাদেশীয় বিভিন্ন প্রতিযোগিতা।
স্কাই স্পোর্টস ইতালিয়ার খবরে বলা হয়, সিরি ‘আ’–তে দলসংখ্যা কমানোর ভাবনাটি ইতালি ফুটবল ফেডারেশনের। গত শুক্রবার ফেডারেশনের প্রধান কার্যালয়ে এর সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে দেখা করেন ইন্টারের সিইও বেপে মারোত্তা, জুভেন্টাসের মহাব্যবস্থাপক মরিসিও স্কানাভিনো ও পরিচালক ফ্রান্সেসকো কালভো। তাঁদের আলোচনায় ভিডিও কলে যোগ দেন এসি মিলানের প্রেসিডেন্ট পাওলো স্কারোনি।
আগামী ১১ মার্চ এফআইজিসির সভায় ইতালির ফুটবল কাঠামো নিয়ে আলোচনার কথা রয়েছে। যার মধ্যে সিরি ‘আ’-তে দলসংখ্যা ২০ থেকে ১৮–তে নামিয়ে আনার প্রস্তাবও থাকছে। এফআইজিসি প্রেসিডেন্ট গ্রাভিনার সঙ্গে আলোচনায় জুভেন্টাস, ইন্টার ও এসি মিলানের কর্তারা প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। দল কমানো হলে খেলোয়াড়দের ওপর খেলার চাপ কমবে এবং আরও ভালোমানের ফুটবল উপহার দেওয়া যাবে বলে মনে করে ক্লাবগুলো।
ইতালির শীর্ষ লিগে জুভেন্টাস, ইন্টার ও এসি মিলানই সবচেয়ে সফল তিন দল। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ২১ মৌসুম এই তিন ক্লাবের বাইরে কেউ সিরি ‘আ’ জিততে পারেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত জুভেন্টাস ৩৬ বার এবং ইন্টার ও এসি মিলান ১৯ বার করে লিগ ট্রফি জিতেছে।
তবে শীর্ষ তিন ক্লাবের সঙ্গে বাকি দলগুলো একমত হবে না বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকা। এমনকি সিরি ‘আ’র আয়োজক কর্তৃপক্ষ এলএনপিএ–ও (লিগা সিরি ‘আ’) প্রস্তাবের বিরোধিতা করবে বলে জানা গেছে। যদিও নাপোলি, ফিওরেন্তিনো, রোমা ও লাৎসিওর মতো তুলনামূলক বড় ক্লাবগুলো, যারা নিয়মিত শীর্ষ লিগে খেলে, তারা ১৮ দলের পক্ষেই থাকতে পারে ধারণা করা হচ্ছে।