ইতালিয়ান কাপ ফাইনাল জয়ের দুই দিন পর আজ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছাঁটাই করেছে জুভেন্টাস। ফাইনালে আতালান্তার বিপক্ষে জুভেন্টাসের ১-০ গোলের জয়ের সে ম্যাচে অফিশিয়ালকে বাজে কথা বলে শেষ দিকে লাল কার্ড দেখেন আলেগ্রি।
ম্যাচ শেষে শিরোপা জয় উদ্যাপনের সময় জুভেন্টাসের ক্রীড়া পরিচালক ক্রিস্টিয়ানো গিউনতোলিকে অবজ্ঞা করে চলেও যান তিনি। জুভেন্টাস আজ বিবৃতিতে জানিয়েছে, ‘কোপা ইতালিয়া ফাইনাল চলাকালে এবং ম্যাচ শেষে নির্দিষ্ট কিছু আচরণের কারণে (আলেগ্রিকে) ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত।’
ফাইনাল শেষে সংবাদ সম্মেলন শুরুর আগে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘তুত্তোস্পোর্টস’–এর প্রধান সম্পাদককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে আলেগ্রির বিরুদ্ধে। এমনিতেই গুঞ্জন ছিল, মৌসুম শেষে আলেগ্রিকে সরিয়ে তাঁর জায়গায় বোলোনিয়া কোচ থিয়াগো মোত্তাকে নিয়ে আসবে জুভেন্টাস। কিন্তু মৌসুমে দুটি ম্যাচ বাকি থাকতেই আলেগ্রিকে ছেড়ে দিল ইতালিয়ান ক্লাবটি।
জুভেন্টাসের বিবৃতিতে বলা হয়, ‘ছেলেদের মূল দলের কোচ পদ থেকে মাসিমিলিয়ানো আলেগ্রিকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিচ্ছে জুভেন্টাস। কোপা ইতালিয়া ফাইনাল চলাকালে ও ম্যাচ শেষে নির্দিষ্ট কিছু আচরণের জন্য (আলেগ্রিকে) ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ট্রাইব্যুনাল আলেগ্রির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। সরাসরি লাল কার্ড দেখায় এরই মধ্যে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান এই কোচ। তবে শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে। জুভেন্টাসের দ্বিতীয় মেয়াদে ২০২১ সালে কোচের দায়িত্ব নেন আলেগ্রি। এবার ইতালিয়ান কাপ ছাড়া দলকে কিছুই জেতাতে পারেননি। হাতে ২ ম্যাচ রেখে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ জুভেন্টাস। ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আতালান্তা। ২০১৪ সালে প্রথম মেয়াদে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে টানা চারবার লিগ জয়ের পাশাপাশি দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছেন আলেগ্রি।