বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়ান ফার্নান্দো সান্তোস। তাঁর জায়গায় বেশ কজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বেলজিয়ামের সাবেক কোচ রবার্তো মার্তিনেজকে নিয়োগ দেয় পর্তুগাল।
তাঁকে নিয়োগ দেওয়া নিয়ে পতুর্গিজ ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ বলেছিলেন, ‘পর্তুগিজ কোচদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমরা যদিও একমাত্র রবার্তো মার্তিনেজকেই প্রস্তাব দিয়েছি।’ তবে গোমেজের এই দাবির বিপরীতে কথা বলেছেন দেশটির হাইপ্রোফাইল কোচ জোসে মরিনিও।
ইতালিয়ান কাপের ম্যাচের পর রোমার কোচ মরিনিও বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোদের সম্ভাব্য কোচ হিসেবে তিনিই ছিলেন একমাত্র পছন্দ। পাশাপাশি ফেডারেশনের দেওয়া প্রস্তাব নিজেই ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রস্তাব পেয়ে খুশি হওয়ার কথা জানিয়ে মরিনিও বলেছেন, ‘আমি পর্তুগিজ ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। তিনি (ফেডারশেনস সভাপতি) যা বলেছেন, তাতে আমি গর্বিত। তিনি বলেছিলেন, আমি তাঁর প্রথম পছন্দই না, বরং তার একমাত্র পছন্দ। আমাকে ঘরে ফেরাতে তিনি সবকিছু করবেন। এটা আমাকে আনন্দিত করেছে।’
পর্তুগালের ইতিহাসে সর্বকালের সেরা কোচদের একজন বিবেচনা করা হয় মরিনিওকে। দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি আলাদা দেশে লিগ জেতার পাশপাশি অসংখ্য ট্রফি আছে মরিনিওর নামের পাশে।
তবে নিজ দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ‘আমি নিজেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে আছি এবং নিজেদের সবকিছু দিচ্ছি।’
মরিনিওর অবশ্য ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশন নাকি তাঁর সঙ্গে যোগাযোগও করেছিল। তবে সে গুঞ্জন পরে আর ডালপালা মেলেনি। তবে আপাতত রোমাতে বেশ ভালোই আছেন বলে জানিয়েছেন মরিনিও।