ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় জিনেদিন জিদান
ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় জিনেদিন জিদান

বললেন অঁরি

ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় জিদান

কদিন আগেই জিনেদিন জিদান বলেছিলেন, তিনি দ্রুত কোচিংয়ে ফিরতে যাচ্ছেন। এর পর থেকে জিদান কোন দলের কোচ হবেন, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে ধুঁকতে থাকা জুভেন্টাসের কোচ হিসেবে জিদানের সম্ভাবনার কথা বলছিলেন।

জুভদের সঙ্গে জিদানের যোগাযোগের কথাও সামনে এসেছিল। তবে জিদানের জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তাঁরই সাবেক সতীর্থ থিয়েরি অঁরি। বলেছেন, জুভেন্টাসের জন্য নয়, জিদান অপেক্ষায় আছেন ফ্রান্সের কোচ হওয়ার।

২০১৬ সালে রিয়াল মাদ্রিদের মূল দলের দায়িত্ব নেন জিদান। এরপর টানা তিন মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ২০১৮ সালে প্রথমবার রিয়াল ছাড়েন জিদান।

ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি

পরে দ্বিতীয় মেয়াদে ২০১৯ সালে আবার রিয়ালের দায়িত্ব নেন ফরাসি কিংবদন্তি। এরপর ২০২১ সালে অভিমান নিয়েই দ্বিতীয়বার রিয়াল ছাড়েন। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোস ছাড়ার পর নতুন কোনো ক্লাবে আর যোগ দেননি। এর মধ্যে একাধিক ক্লাবের সঙ্গে জিদানের নাম জড়িয়ে গুঞ্জন শোনা গেলেও, তা কেবল গুঞ্জনই থেকে গেছে। তবে দ্রুত ফেরার কথা বলার পর নতুন করে আলোচনায় জিদানের প্রত্যাবর্তন। তিনি নিজে না বললেও অঁরি জিদানের হয়ে বলে দিয়েছেন পরবর্তী গন্তব্যের কথা।

জুভেন্টাসের বিদায়ের পর সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘জিজু (জিদান) চ্যাম্পিয়নস লিগ জিতেছে। জুভেন্টাসের মতো ক্লাবের কোচিং যে সে করাতে পারে, সেটা আগেই প্রমাণিত। বড় ক্লাবের হয়ে বড় কিছু অর্জনের বিষয়টিও সে প্রমাণ করেছে। তবে আমার মনে হয়, সে এখন জাতীয় দলের (ফ্রান্স) অপেক্ষায় আছে।’

এটুকু বলার পর জিদানের জাতীয় দলের অপেক্ষার বিষয়টিতে জোর দিয়ে অঁরি যোগ করেন, ‘আমার মনে হয় না সে জুভেন্টাসে যাবে। সে এখন শুধু একটি বিষয়ের অপেক্ষায় আছে। সেটি হচ্ছে জাতীয় দল। রিয়াল মাদ্রিদের হয়ে সে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আর আপনার যদি জাতীয় দলে যাওয়ার সুযোগ থাকে, তবে আপনি কেন অন্য ক্লাবে যাওয়ার ঝামেলায় যাবেন!’

রিয়ালের কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান

জিদানের নতুন কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা না দেখা অঁরি আরও বলেছেন ‘আমি পুরোপুরি সঠিক জানি না, তবে জিজু অপেক্ষায় আছে। তার সঙ্গে জড়িয়ে অনেক ক্লাবের নাম শোনা গেছে এবং তা সত্যি হয়নি। আমি মনে করি না জিজু সেটা করতে চায়। আমি দেখছি, সে এখন জাতীয় দলের অপেক্ষায় আছে। আর এটা সব মিলিয়ে যৌক্তিকও।’