সর্বকালের সেরা ফুটবলার হতে মেসিকে আর কী কী করতে হবে?
নানা মুনির নানা মত। কেউ বলেন, মেসি এখনই সর্বকালের সেরা। আর কিছু করার বাকি নেই তাঁর। কারও মতে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেই ফুটবল ইতিহাসে সর্বসেরা হিসেবে সবাই মেনে নেবেন মেসিকে। আবার কেউ বলেন, লা লিগা ছেড়ে অন্য দেশের লিগে গিয়ে নিজেকে যাচাই করতে হবে মেসির, ভালো করতে পারলে তবেই সবার সেরা হবেন। যেতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইতালিয়ান সিরি আ-তে।
এবার এমন একজন পাওয়া গেল, যিনি মনে করেন সর্বকালের সেরা হতে মেসিকে বার্সেলোনা থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে নাম লেখাতে হবে। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো যা করেছেন, তেমন কিছু করে দেখাতে হবে। না হলে আর দশটা ভালো খেলোয়াড়ের সঙ্গে মেসির কোনো পার্থক্য থাকবে না।
সেই ‘একজন’ আবার মেসিরই স্বদেশি। বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক হুগো গাত্তি। বোকার হয়ে দুবার কোপা লিবার্তোদোরেস জেতা এ গোলরক্ষক বিশ্বকাপ জেতেননি কখনো। গাত্তি মনে করেন, সর্বকালের সেরা হতে মেসিকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, ‘আমার কথা শুনে মনে হতে পারে আমি আর্জেন্টিনা-বিদ্বেষী, কিন্তু মেসি যত দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ খেলায় পারফর্ম করতে পারবে না, ওকে সেরা মানব না। ও শুধু ঘরের মাঠেই খেলতে পারে। ওকে সাহস করে বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে হবে। সেখানে ক্রিস্টিয়ানো যা যা করেছে, তা করে দেখাতে হবে। তবেই ওকে সেরা মানব। না হলে ওর সঙ্গে আর দশটা খেলোয়াড়ের কোনো পার্থক্য থাকবে না।’
গাত্তির চোখে বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদই বিশ্বের সেরা ক্লাব, ‘ক্রিস্টিয়ানোকে দেখুন, সে বিশ্বের সেরা ক্লাবে গিয়ে সবকিছু করেছে। মেসি এমন এক জায়গায় খেলে যে জায়গাটা ওর বড় আপন, সবকিছু হাতের তালুর মতো চেনা। আগে চ্যাম্পিয়নস লিগ আর বিশ্বকাপে গিয়ে পারফর্ম করুক, তারপর না হয় ওকে ইয়োহান ক্রুইফ, পেলে বা ম্যারাডোনার কাতারে আনা যাবে। মেসি তখনই পারফর্ম করে যখন পরিবেশ-পরিস্থিতি সব ওর পক্ষে থাকে। ঘরের মাটিতে রাজা হওয়া অনেক সোজা।’