>এই প্রশ্নে ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। সম্প্রতি পেলে-ম্যারাডোনাকে পাশে সরিয়ে রেখে অনেকেই বলে থাকেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অনেকে আবার এমন কথা বলেন না। কিন্তু ম্যারাডোনা আর মেসিকে এক কাতারে রাখেন। প্রতিনিয়তই ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করেন। কিন্তু এই তুলনা ভালো লাগে না ম্যারাডোনা-তনয় ম্যারাডোনা জুনিয়রের
ফুটবলে কিছু তর্ক আছে, নিরন্তর। যার কোনো শেষ নেই। এই যেমন পেলে, নাকি ম্যারাডোনা—কে সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নে ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। ইদানীং তো পেলে–ম্যারাডোনাকে পাশে সরিয়ে রেখে অনেকেই বলছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। এই তো দিন কয়েক আগে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ কোনো রাখঢাক না রেখেই মেসিকে সর্বকালের সেরা ঘোষণা করে দিয়েছেন, ‘সে (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়। সে শুধু সময়ের সেরা খেলোয়াড়ই নয়, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।’
অনেকে আবার এমন কথা বলেন না। কিন্তু ম্যারাডোনা আর মেসিকে এক কাতারে রাখেন। প্রতিনিয়তই ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করেন। কিন্তু এই তুলনা ভালো লাগে না ম্যারাডোনা–তনয় ম্যারাডোনা জুনিয়রের। ম্যারাডোনা জুনিয়রের কথা—তাঁর বাবার সঙ্গে কারও তুলনা চলে না। এতদিন মানুষ বলে এসেছে, মেসি ভিনগ্রহের ফুটবলার, অনন্য এক প্রতিভা। কিন্তু ম্যারাডোনা জুনিয়র মেসিকে করা মানুষের এই প্রশংসটা ঘুরিয়ে দিয়েছেন। তিনি ম্যারাডোনাকেই ভিনগ্রহের ফুটবলার বলছেন। আর মেসিকে বলছেন এই পৃথিবীর সেরা ফুটবলার।
মেসিকে ভালো লাগে ম্যারাডোনা জুনিয়রের। কিন্তু তাঁর বাবার সঙ্গে মেসির তুলনা নিয়ে একটু যেন বিরক্তই তিনি। তাঁর কাছে ম্যারাডোনা এলিয়েন আর মেসি এই জগতের ফুটবলার। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ম্যারাডোনাকে তাঁর ছেলে বলছেন ‘ফুটবল ঈশ্বর’। নিজের বাবাকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করার সঙ্গে স্পষ্ট করে বলে দিয়েছেন—অপার্থিব ম্যারাডোনার সঙ্গে পার্থিব মেসির তুলনা করা যাবে না!
বার্সেলোনার হয়ে মৌসুমের পর মৌসুম অসাধারণ ফুটবল উপহার দিয়ে যাওয়া মেসি আর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারডোনার তুলনা নিয়ে ম্যারাডোনা জুনিয়রের কথা, ‘আমরা এটা বলতে পারি যে ম্যারাডোনা ফুটবলের ঈশ্বর আর লিও মানবজাতির মধ্যে সেরা। এটা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার বাবার কাতারে কেউ পৌঁছাতে পারবে না। এটা অসম্ভব।’
তাহলে মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর যে তুলনা হয়, সেটা নিয়ে কী বলবেন ম্যারাডোনা জুনিয়র? উত্তরটা যেন সাজানোই ছিল, ‘আমি মেসিকেই এগিয়ে রাখব। এই সময়ের সেরা সে। ক্রিস্টিয়ানো তো তার ধারেকাছেও আসতে পারবে না। আর্জেন্টিনায় যারা মেসির সমালোচনা করে, তারা ফুটবলের কিছুই জানে না। আমার বাবা তাকে ভালোবাসেন এবং তার সম্পর্কে অনেক কথাই আমাকে বলেছেন।’
ম্যারাডোনা আর মেসির পর ম্যারাডোনা জুনিয়রের কাছে তৃতীয় সেরা ফুটবলার ব্রাজিলের রোনালদো, ‘(ম্যারাডোনা–মেসির পর) আমি রোনালদো নাজারিওকে রাখব। আসল রোনালদো। বাকি সবাই এই তিনজনের পর।’ ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের জন্যও ম্যারাডোনা জুনিয়রের হৃদয়ে বেশ খানিকটা জায়গা রয়েছে, ‘তিনি একাই খেলাটিকে বদলে দিয়েছিলেন।’