>সম্প্রতি আইএসএলের এক ম্যাচে সৌদি আরবের রেফারি আফ্রিকান এক ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
বর্ণবিদ্বেষী এক মন্তব্যে এ মুহূর্তে তোলপাড় ভারতীয় ফুটবল। বর্ণবাদী সেই মন্তব্যটি এসেছে খোদ এক রেফারির কাছ থেকে। সৌদি আরবের রেফারি তুর্কি মোহাম্মদ আল খুদাইর সম্প্রতি ইন্ডিয়ান সকার লিগে (আইএসএল) এক আফ্রিকান ফুটবলারকে ‘বানর’ বলে সম্বোধন করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় ফুটবল ফেডারেশন অভিযোগটি তদন্ত করে দেখছে।
ঘটনাটি ঘটেছে আইএসএলে মুম্বাই এফসি ও বেঙ্গালুরু এফসির মধ্যকার ম্যাচে। গত রোববার এই ম্যাচের একপর্যায়ে মুম্বাই এফসির গ্যাবনিজ ফুটবলার সার্জ কেভিন অ্যাঙ্গোকে ওই রেফারি বানর বলেন বলে অভিযোগ করেন মুম্বাই এফসির কোচ জর্জ কোস্তা। ম্যাচে বেঙ্গালুরুকে ৩-২ গোলে হারায় মুম্বাই।
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে কোচ কোস্তা সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। সে বক্তব্যে মুম্বাইয়ের পক্ষ থেকে বর্ণবাদের এ গুরুতর অভিযোগটি করা হয়। তিনি বলেন, ম্যাচের একপর্যায়ে গ্যাবনিজ ফুটবলার সার্জ কেভিনকে সৌদি আরবের রেফারি আল খুদাইর ‘বানর’ বলেন। পাশাপাশি তাঁর প্রতি কিছু অঙ্গভঙ্গি করেন। মুম্বাই এফসি ও সার্জের কাছে ওই অঙ্গভঙ্গি অসম্মানজনক ও বর্ণবিদ্বেষ থেকে উৎপন্ন বলেই মনে হয়েছে।
ভারতীয় ফুটবল ফেডারেশন মুম্বাইয়ের এ অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, পুরো ব্যাপারটা তারা তদন্ত করে দেখছে। বর্ণবিদ্বেষী যেকোনো কিছুর ব্যাপারেই ‘জিরো টলারেন্স’ ভারতীয় ফুটবলের নীতি।