'ফিফা বর্ষসেরা হওয়া উচিত ছিল রোনালদোর'

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

জুভেন্টাসের ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচির মতে, ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা উচিত ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। সোমবার রাতে মিলানে ফিফা বর্ষসেরার এ ট্রফি জেতেন জুভেন্টাস তারকার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

পুরস্কারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তৃতীয় হন রোনালদো। তবে জুভেন্টাস অফিশিয়ালের মতে, বিচারকেরা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর রোনালদোর অর্জনে তাকিয়ে তাঁকে বর্ষসেরা মনোনীত করা উচিত ছিল বলে মনে করেন পারাতিচি। ইতালির ক্রীড়াভিত্তিক ‘কোরিয়েরে দেল্লো স্পোর্ত’কে পারাতিচি বলেন, ‘কাল (সোমবার) রাতে পুরস্কার অনুষ্ঠানে আমরাও হতাশ হয়েছি।’

মেসিকে প্রাপ্য সম্মান দিয়েই জুভেন্টাসের এ অফিশিয়াল বলেন, ‘মেসির প্রতি সম্মান রেখেই বলছি, সে অসাধারণ খেলোয়াড়। কিন্তু গত মৌসুম শেষে আমরা ভেবেছিলাম, নেশনস লিগ, সিরি আ ও ইতালিয়ান সুপার কাপ জয় এবং চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করায় পুরস্কারটি তাঁর (রোনালদো) প্রাপ্য ছিল।’

ইনস্টাগ্রামে রোনালদোর সেই পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

৪৬ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে এবার ফিফা বর্ষসেরা হয়েছেন মেসি। ৩৮ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেদারল্যান্ডস ও লিভারপুলের তারকা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। পর্তুগিজ তারকা রোনালদো ৩৬ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তৃতীয়। ফিফার পুরস্কারে সমান ২৫ শতাংশ পয়েন্ট থাকে সাংবাদিক, জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সমর্থকদের কাছে। জাতীয় দলের অধিনায়কেরা মেসিকেই এবার বেশি পছন্দ করেছেন।

এবার ফিফা বর্ষসেরার অনুষ্ঠানে ছিলেন না রোনালদো। পরে ইতালিয়ান লিগে চোটের কারণে জুভেন্টাসের ম্যাচেও খেলেননি। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি বর্ষসেরার পুরস্কার জয়ের পর ৩৪ বছর বয়সী রোনালদো ইনস্টাগ্রামে রহস্যপূর্ণ একটি পোস্ট করেন। একটি ছবি আর কয়েকটি লাইন লেখা। ছবিতে দেখা যাচ্ছে রোনালদো সোফায় বসে মনোযোগের সঙ্গে বই পড়ছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘ধৈর্য ও অধ্যবসায় এমন দুটি জিনিস যা পেশাদার ও অপেশাদারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আজ যা কিছু বড় তা ছোট থেকে শুরু হয়েছে। আপনি একাই সবকিছু করতে পারবেন না। কিন্তু স্বপ্ন পূরণ করতে যা যা সম্ভব, তার সবকিছুই করুন। আর মনে রাখবেন রাতের পর ভোরের আলো ফুটবেই।’