>প্রিমিয়ার লিগে বাংলাদেশি খেলোয়াড় গোল পাওয়ায় খুশি হয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে
প্রিমিয়ার লিগে গতকাল অবশেষে গোল পেলেন স্থানীয় এক ফুটবলার। মোহামেডান স্পোর্টিং লিমিটেডের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোলটি করেছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ‘দুর্লভ’ হয়ে ওঠা খবরটি জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের কানে পৌঁছে গিয়েছে। স্থানীয় কোনো ফুটবলারের গোল করা স্বস্তি এনে দিয়েছে জাতীয় দলের কোচকে।
কালকের আগ পর্যন্ত ৬ ম্যাচে মোট গোল হয়েছিল ৯টি। একটি গোলের পাশেও ছিল না বাংলাদেশি কোনো খেলোয়াড়ের নাম। এই নিয়ে কাল সকালেও আফসোস করেছিলেন জেমি। বিকেলেই সে আফসোস কমিয়েছেন ইয়াসিন।
স্থানীয় খেলোয়াড়ের গোল করার খবরটি জানেন কি না—এ প্রশ্নে লন্ডন থেকে বাংলাদেশ কোচের পতিক্রিয়া, ‘অবশেষে গোল। খেলা দেখেছি। ভালো গোল করেছে ইয়াসিন। স্থানীয় খেলোয়াড় গোল করেছে, এটা কিছুটা স্বস্তি দিচ্ছে।’ গোলটি ফরোয়ার্ডদের পা থেকে আসলে আরও বেশি আনন্দিত হতেন বলে জানিয়েছেন জেমি।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পর ছুটিতে আছেন জেমি। ২০ তারিখ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের আরও ৪টি ম্যাচ আছে। এর মধ্যে ঘরের মাঠে আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে খেলতে হবে দলকে। আর দোহাতে কাতারের বিপক্ষে। বাকি চার ম্যাচ থেকে অন্তত একটি জয় চান জেমি, ‘চারটি দলই আমাদের চেয়ে বেশ এগিয়ে। তবে নিজেদের মাঠে যেকোনো একটি দলের বিপক্ষে জিততে চাই। বাকি ম্যাচগুলো থেকে ১ পয়েন্ট পেলে বড় অর্জন বলতে হবে।’