জার্মানিতে ফুটবল ফিরেছে গত মাসেই। গতকাল থেকে শুরু হয়ে গেছে স্পেনের লা লিগাও। ইতালির শীর্ষ ফুটবলও মাঠে ফিরছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত ১টায় কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লিগে এসি মিলানের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।
সময়ের সেরা দুই ফুটবলারের একজন রোনালদো ৯৬ দিন পর আবার ম্যাচ খেলতে নামছেন। পর্তুগিজ তারকা সর্বশেষ খেলেছেন মার্চের ৮ তারিখে। সেদিন সিরি 'আ'তে রোনালদোর জুভেন্টাস ঘরের মাঠে ২–০ গোলে হারিয়েছিল মিলানেরই আরেক ক্লাব ইন্টারকে। আজও তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামেই খেলবে জুভেন্টাস। ১৩ ফেব্রুয়ারি সেমিফাইনালের প্রথম লেগে রোনালদোর পেনাল্টি গোলে হার এড়িয়েছিল জুভ। ম্যাচটি ড্র হয় ১–১ গোলে।
এরপর করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত সেই বিরতি। লম্বা সেই বিরতির পর ফুটবলের প্রত্যাবর্তনে ইতালিজুড়েই রোমাঞ্চ ছড়াচ্ছে। রোমাঞ্চ টের পাচ্ছেন ফুটবলাররাও। লম্বা বিরতি যে কোনো প্রভাব ফেলতে পারেনি খেলায় তা দেখিয়ে দিতেই মুখিয়ে আছেন তাঁরা। ইতালির তুত্তোস্পোর্তস লিখেছে রোনালদোর জুভেন্টাস–সতীর্থেরা বলছেন, রোনালদোকে মাঠে নামতে এতটা উদ্দীপ্ত হতে কখনো দেখেননি তাঁরা।
তবে রোনালদোদের কোচ মরিসিও সারি একটু সন্দিহান কেমন প্রস্তুতি সাড়া হলো তা নিয়ে। লম্বা বিরতিটাই ভয় দেখাচ্ছে তাঁকে, 'বিরতিটা এতটাই অস্বাভাবিক ছিল যে কেমন প্রস্তুতি নিয়েছে তা আমরা কেউই এই মুহূর্তে বুঝতে পারছি না। এটা অভূতপূর্ব পরিস্থিতি। কোনো কিছুর নিশ্চয়তা নেই। এ ছাড়া আমরা কোনো প্রীতি ম্যাচও খেলিনি। যদিও আমি অনুশীলনে যা দেখেছি তা নিয়ে সন্তুষ্ট। তবে ম্যাচ তো পুরোপরিই ভিন্ন।'
আপাতত ইতালির সব ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে। আগামীকাল একই সময়ে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ জুন। এর তিন দিন পরই শুরু হবে সিরি 'আ'।