ইতিহাস ফিরে ফিরে আসে। এই সত্যটার সঙ্গে নতুন করে আবার পরিচয় হলো লিভারপুল ফুটবল ক্লাবের। ৩০ বছরের খরা কাটিয়ে এবার ইংলিশ লিগ জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু শিরোপা নিশ্চিত করার ঠিক পরের ম্যাচেই সেই লিভারপুল গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেল ৪-০ গোলে।
ইতিহাদ স্টেডিয়ামে খেই হারানো লিভারপুল তাতে ফিরিয়ে এনেছে ২২ বছর আগের পুরোনো এক ইতিহাসও। ১৯৯৭-৯৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। শিরোপা নিশ্চিত করার ঠিক পরের ম্যাচটা খেলতে লিভারপুলের অ্যানফিল্ডে যেতে হয়েছিল গানারদের। চ্যাম্পিয়নদের ৪-০ গোলে হারিয়েই অভিনন্দন জানিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগ ইতিহাসে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার পর কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে হারার রেকর্ড হিসেবে এত দিন তা এককভাবে টিকে ছিল। কাল রাতে গানারদের সেই রেকর্ডেই ভাগ বসিয়েছে লিভারপুল।
১৯৯৮ সালের সেই ম্যাচে লিভারপুলের হয়ে ২ গোল করেছিলেন পল ইন্স, বাকি দুটি গোল করেন মাইকেল ওয়েন ও ওভিন্দ লিওনহার্ডসেন। শুধু ওই ম্যাচেই নয়, চ্যাম্পিয়ন আর্সেনাল শেষ ম্যাচেও হেরে যায় অ্যাস্টন ভিলার কাছে।
২২ বছর পর সেই লিভারপুল এবার একই লজ্জা পেল সিটির কাছে।