আবাহনীর শিরোপা জয়ের আনন্দ
আবাহনীর শিরোপা জয়ের আনন্দ

স্বাধীনতা কাপ ফুটবল

৩১ বছরের আক্ষেপ ঘোচাল আবাহনী

১৯৯০ সালে সর্বশেষ এই ট্রফি নিয়ে উদ্‌যাপনে মেতেছিল আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ২-১ গোলে হারানোর পর স্বাধীনতা কাপ বারবার আবাহনীকে হতাশা উপহার দিয়েছে। ৯টি টুর্নামেন্টে দুবার ফাইনালে উঠেও হেরেছে আবাহনী। সে আক্ষেপটা দূর হলো আজ।  

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনালে আজ বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ফেবারিটের তকমা নিয়ে নামা বসুন্ধরাকে দাপট দেখিয়ে হারানো ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলতন। অন্য গোলটি করেছেন রাকিব হোসেন। আজই পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন প্রাণতোষ কুমার দাস। ৩১ বছর পর স্বাধীনতা কাপ জিতে আবাহনীর ঘরের ছেলে বনে যাওয়া প্রাণতোষকে কী চমৎকারভাবেই না বিদায় জানাল তাঁর দল।  

জোড়া গোল করেছেন আবাহনীর ডরিয়েলতন (ডানে)

স্বাধীনতা কাপের ফাইনালে সব মিলিয়ে হাজার দশেক দর্শক সমানে উৎসাহ জুগিয়েছেন দুই দলকে। চোটজর্জর বসুন্ধরা কিংসে ছিলেন না তপু বর্মণ, তারিক কাজী ও জোনাথন ফার্নান্দেজ। আজ জোনাথনের জায়গায় কোচ অস্কার ব্রুজোন খেলিয়েছেন মাহবুবুর রহমানকে। কিন্তু ব্রাজিলিয়ানের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বসুন্ধরা কিংস। মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো চোট পেয়ে ৩০ মিনিটে মাঠ থেকে উঠে গেছেন আতিকুর রহমান। সেই সুযোগে বসুন্ধরা কিংসের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শাণিয়েছেন আবাহনীর ফরোয়ার্ডরা।

প্রথমার্ধে বসুন্ধরার চেয়ে আবাহনীই বেশি আক্রমণে উঠেছে। ২৫ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও রাফায়েল অগুস্তো বল তুলে দেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমানের হাতে। প্রথমার্ধে বলার মতো একটা আক্রমণই ছিল বসুন্ধরা কিংসের। প্রায় ৩৫ গজ দূর থেকে স্তোয়ান ভ্রানিয়েসের নেওয়া আচমকা শট ফিস্ট করে ফেরান আবাহনীর গোলরক্ষক মাহফুজ।

আজ অবসর নিয়েছেন প্রাণতোষ

দ্বিতীয়ার্ধে আবাহনী আক্রমণগুলো গোলে রূপ দেয়। ম্যাচের ৫২ মিনিটে রাফায়েল ডিফেন্স চেরা থ্রু পাস বাড়িয়ে দেন রাকিব হোসেনের উদ্দেশে। ঠান্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে বসুন্ধরা কিংসের গ্যালারিকে স্তব্ধ করে দেন রাকিব ১-০। আবাহনী কোচ মারিও লেমোস আজ নাবিব নেওয়াজের বদলে একাদশে রাখেন ডরিয়েলতনকে। আর কোচকে আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে এই ব্রাজিলিয়ান।

৬১ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা দানিয়েল কলিনদ্রেসকে বক্সের মধ্যে ফেলে দেন রিমন হোসেন। পেনাল্টি দেওয়ার কারণে রেফারি সায়মন সানিকে ঘিরে ধরেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। পেনাল্টি বাতিলের দাবি করেন তাঁরা। মাঠে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও সিদ্ধান্ত বদলাননি রেফারি। পেনাল্টি থেকে গোল করেন ডরিয়েলতন (২-০)।

ম্যাচ শুরুর আগে আবাহনীর সবাই প্রাণতোষের ৮ নম্বর জার্সি পরে নেমেছিলেন

গোল শোধে আক্রমণে উঠবে কি, উল্টো ৭১ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে বসুন্ধরা কিংস। রাফায়েল অগুস্তোর কর্নার থেকে মিলাদ শেখ সোলাইমানির দারুণ এক হেড, বল এসে পড়ে ডরিয়েলতনের সামনে। ডান পায়ের জোরালো শটে স্কোর ৩-০ করেন ব্রাজিলিয়ান। ৮১ মিনিটে একটা গোল শোধের সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু ভ্রানিয়েসের শট এবারও ফিস্ট করেন আবাহনীর গোলরক্ষক মাহফুজ হাসান।

আজ প্রাণতোষ বিদায় নেবেন, আগেই জানা ছিল। মূল একাদশে না থাকলেও ৩৯ বছর বয়সী এই ফুটবলারকে দারুণ উপায়ে বিদায় জানিয়েছে আবাহনী। ফাইনালে নামার আগে প্রাণতোষের বাহুতেই ছিল আবাহনীর অধিনায়কত্বের বন্ধনী। তাঁকে সম্মান জানিয়ে আবাহনীর সব ফুটবলারই পরে এসেছিলেন প্রাণতোষের ৮ নম্বর জার্সি। মাঠে নামার আগে পাওয়া এই আনন্দ ম্যাচ শেষে বেড়ে হয়েছে বহুগুণ। বিদায়ী উপহার হিসেবে একমাত্র আক্ষেপটাও যে দূর করে যেতে পারলেন প্রাণতোষ।