বিশ্বকাপে এখনো লিওনেল মেসি জ্বলে উঠতে পারেননি। এ জন্য তাঁর জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোকে কটূক্তি হজম করতে হচ্ছে
‘এগুলো হচ্ছেটা কী’—প্রশ্নটা তুলতেই পারেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর এমনিতেই তাঁকে ঘিরে সমালোচনা চলছে। সেটা হতেই পারে। তাই বলে মেসির জীবনসঙ্গী আন্তোনেল্লাকেও উপহাসের পাত্র হতে হবে? মাঠে খেলার ফলের প্রভাব পরিবারের সদস্যদের ওপর পড়লে কার মনই–বা ভালো থাকে!
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করেই উপহাসের শিকার হতে হয়েছে আন্তোনেল্লাকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জীবনসঙ্গীকে প্রেরণা জোগাতে তিন মাস বয়সী ছেলের ছবি পোস্ট করেছিলেন রোকুজ্জো। ছবির ক্যাপশনে লেখা হয়েছিল, ‘ভামোস পাপি’—এর বাংলা অর্থ, এগিয়ে যাও বাবা। ম্যাচের আগ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ক্রোয়াটদের কাছে হারের পর থেকেই ছবিটিতে নানা রকম কটূক্তি আর ঠাট্টাসূচক মন্তব্য করতে শুরু করে কিছু উগ্রবাদী সমর্থক।
একজন লিখেছেন, ‘বাবা একজন পরাজিত।’ একজন আরও একধাপ এগিয়ে লিখেছেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরেই বাবা বাড়ি আসতে যাচ্ছে!’
তবে আন্তোনেল্লার ছবিতে সবাই যে উপহাস করেছেন, তা নয়। ক্রোয়াটদের বিপক্ষে অমন অসহায় আত্মসমর্পণের পরেও একজন আশাবাদী হয়ে মেসির ছেলে রোকার উদ্দেশে লিখেছেন, ‘আমি আশা করব তুমি নাইজেরিয়ার বিপক্ষে মেসিকে ভালো খেলতে বলবে।’
মেসির নতুন করে প্রমাণ করার কিছুই নেই। কিন্তু পরিবারের নতুন সদস্য রোকার তো বাবার কোনো কীর্তিই দেখা হলো না। তাই হয়তো কেউ কেউ সেই ছবিতে মন্তব্য করেছেন, ‘লিও এগিয়ে যাও। পরিবারের জন্য কিছু করো।’
এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক উইলো কাবায়েরোর বউকে আরও বাজে ধরনের আক্রমণ করা হয়েছে।