ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার ৩-০ গোলে হারের ‘আফটার শক’ চলছেই। নানা মুনির নানা মত তো আছেই, আছে ক্ষোভের বহুমুখী বিস্ফোরণও। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো সিমিওনেও চটেছেন ভয়ানক। স্পেন ও আর্জেন্টিনার রেডিও স্টেশনগুলো টিউন করলেই শোনা যাচ্ছে তাঁর ফাঁস হওয়া অডিও বার্তা।
হোয়াটসঅ্যাপে সিমিওনে বার্তাটি পাঠিয়েছিলেন ক্লাবে তাঁর সহকারী জার্মান বুর্গোসকে। ১৯৫৮-এর পর বিশ্বকাপের গ্রুপপর্বে সবচেয়ে বড় হারের মুখে পড়ায় আর্জেন্টিনাকে নিয়ে যারপরনাই হতাশ তিনি, ‘হচ্ছেটা কী এই দলের! লজ্জায় ডোবা ছাড়া গত চার বছরে আর কী হয়েছে! নৈরাজ্য চলছে। খেলোয়াড়, কোচ, পরিচালকদের কারও নেতৃত্বগুণ নেই। দলটা যেন দিশেহারা। এ মুহূর্তে ড্রেসিংরুমেও ধাক্কাটা লাগছে। কাউকে না কাউকে এখন রুখে দাঁড়িয়ে লড়াইটা করতে হবে।’
শুধু আর্জেন্টিনা দল নিয়েই নয়, লিওনেল মেসিকে নিয়েও ক্ষোভের অন্ত নেই সিমিওনের। সেরার দৌড়ে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনায় বিশ্বকাপে একেবারে মলিন মেসি। আর্জেন্টিনার অধিনায়কের জন্য কোনো সমবেদনা নেই পূর্বসূরির কণ্ঠে, ‘মেসি খুবই ভালো। কিন্তু সেটা অসাধারণ কিছু ফুটবলারের সমর্থনের কারণেই। যেকোনো সাধারণ একটা খেলায় মেসি-রোনালদোর মধ্য থেকে বেছে নিতে হলে কাকে নেবেন?’
সাবেক গোলরক্ষক বুর্গোসের কাছে গোলরক্ষক উইলি কাবায়েরোকে নিয়েও অভিযোগ করতে শোনা গেছে সিমিওনেকে, ‘গোলরক্ষকটা তো আগেও এমনই করেছে। করেনি জার্মান? সে স্পেনের বিপক্ষেও এমনই করেছে। এমনকি ইতালির বিপক্ষেও। কিন্তু এটা বিশ্বকাপ। এখানে হাত ফসকানোর মানে কিন্তু গোল।’
অডিও বার্তাটি সত্যিই দিয়েগো সিমিওনের কি না সেটা জানতে তাঁর মুখপাত্র ও অ্যাটলেটিকো মাদ্রিদের যোগাযোগপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।