>বিশ্বকাপের সকল দল যেখানে শেষ মূহুর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, স্পেনের তখন ঝঞ্ঝাবিক্ষুব্ধ অবস্থা। জাতীয় দলের দায়িত্বে থাকতে থাকতেই ফেডারেশনকে না জানিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার কারণে হুলেন লোপেতেগির ওপর নেমে এসেছ ছাটাইয়ের খড়্গ। পুরো বিষয়টিতেই বিরক্ত স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ।
পর্তুগালের বিপক্ষে কঠিন এক ম্যাচ দিয়ে বিশ্বকাপ-মিশন শুরু করতে যাচ্ছে স্পেন। শনিবার সেই আগুন ম্যাচ। কোথায় সে ম্যাচের রণ পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবে দল, কিন্তু সেটা না করে স্প্যানিশ শিবির ব্যস্ত কোচ-বিতর্ক সামাল দিতে। কোচ হুলেন লোপেতেগি কালই বরখাস্ত হয়েছেন। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে তাঁকে ছেঁটে ফেলার কারণ জাতীয় দলের কোচের দায়িত্বে থেকেও রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া। লোপেতেগিকে বিদায় দিয়ে কোচ বানানো হয়েছে ফার্নান্দো হিয়েরোকে। বিশ্বকাপ শুরুর আগে নতুন কোচ আসা, কোচের বিদায়—সব মিলিয়ে স্পেন দলই পড়ে গিয়েছে অস্থিতিশীল অবস্থার মধ্যে। বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ আসরের আগে জাতীয় দলের এই অবস্থার জন্য রিয়াল মাদ্রিদকেই দায়ী করতে চান সাবেক স্পেন তারকা জাভি। তিনি মনে করেন, রিয়াল ইচ্ছে করলেই এমন অবস্থা এড়াতে পারত। কোচ হিসেবে লোপেতেগির নাম পরেও ঘোষণা করা যেত।
এ ব্যাপারে জাভির বক্তব্যটা খুবই স্পষ্ট, ‘এই মুহূর্তে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে রাশিয়ায় থাকা স্পেন দলকে অস্থিতিশীল করেছে রিয়াল। এই মুহূর্তে তারা ঘোষণাটা না দিলেও পারত। কোচের নাম ঘোষণা করার সময় বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ দূরদর্শিতারই পরিচয় দিয়েছে তারা।’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস সঙ্গে সঙ্গেই লোপেতেগিকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দিয়েছে। জাভি এই সিদ্ধান্তকে সমর্থনই জানিয়েছেন, ‘আমি মনে করি রুবিয়ালেস সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’
ফার্নান্দো হিয়েরোকে বলা হয় রিয়াল মাদ্রিদ-কিংবদন্তি। ব্যাপারটা নিয়ে মোটেও মাথা ঘামাতে চান না এক সময়ের বার্সা-তারকা জাভি। তিনি মনে করেন হিয়েরোর অধীনে এই দলটির একটি স্মরণীয় বিশ্বকাপ খেলার সামর্থ্য রাখে, ‘ওরা ভালো খেলতে পারে। সেই সামর্থ্য ওদের আছে। হিয়েরো দুর্দান্ত কোচ। এই দলটা তো নেতৃত্বহীন নয়। এতে রামোস আছে, ইনিয়েস্তা কিংবা পিকে আছে। আর দলের খেলোয়াড়েরা তো জানে এই পর্যায়ে কীভাবে সেরাটা খেলতে হয়।’