সোনার বুটজয়ী সেই ফাহিম জাতীয় দলে

ফয়সাল হোসেন ফাহিম। ফাইল ছবি
ফয়সাল হোসেন ফাহিম। ফাইল ছবি
>

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন ফয়সাল হোসেন ফাহিম।

২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন ফয়সাল হোসেন ফাহিম। গত বছর অনূর্ধ্ব-১৮ সাফেও জিতেছিলেন সোনার বুট। বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো এ কিশোর সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে ঘরোয়া ফুটবলেও উজ্জ্বল। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় দলে ফাহিমকে ডেকেছেন জেমি ডে। আজ সকালেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ কিশোর স্ট্রাইকার।

নিজেকে চিনিয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফেই। হ্যাটট্রিকসহ ৪ ম্যাচে ৭ গোল করে জিতেছিলেন সোনার বুট। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে কাতারের বিপক্ষে বাংলাদেশের জয়ে তাঁর পা থেকে এসেছিল দারুণ এক গোল। স্ট্রাইকার সংকটের এ দেশে নিজেকে দারুণ প্রতিশ্রুতিময় প্রমাণ করে গত বছর অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে আবারও মেলে ধরে জিতেছেন সোনার বুট।

দুর্দান্ত গতির সঙ্গে বলের ওপর তাঁর নিয়ন্ত্রণটা চোখে পড়ার মতো। উইংয়ে শুরু করে আস্তে আস্তে সেন্ট্রাল পজিশনে খেলে থাকেন। পারেন সঠিক সময় সঠিক জায়গায় থাকতে। দূর থেকে পোস্টে শট নেওয়ার সাহস একটু আলাদাভাবেই পরিচয় করিয়ে দেয় ফাহিমকে।

বাংলাদেশের ফুটবলে অনেক প্রতিভার কলিই ফুটেছে। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে ফুল হয়ে ফোটেনি। পেছনে ফিরে না তাকিয়ে ফাহিমকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। দু্ই বছর ধরে সাইফ স্পোর্টিং ক্লাবের পরিচর্যায় আছেন তিনি। এ ক্লাবের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে ফাহিমের। সেখানে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের অধীনে ফাহিমের পরিচর্যাটা যে মন্দ হচ্ছে না, সেই প্রমাণ জাতীয় দলে জায়গা করে নেওয়া।