সেতিয়েনের ছেলেকে গরুদের ভবিষ্যদ্বাণী, বার্সা চ্যাম্পিয়নস লিগ জিতবে

বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। ছবি: টুইটার
বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। ছবি: টুইটার

কিকে সেতিয়েনের গবাদিপশুর প্রতি টান আজকের না। বার্সেলোনা কোচের নিজের একটি গবাদিপশুর খামারও আছে। কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার সময়ও নিজের গ্রামে মাঠে গরু চড়াচ্ছিলেন তিনি। তখন বিস্ময় নিয়ে সেতিয়েন বলেছিলেন, ‘নিজের সৌভাগ্য আমি নিজেই বিশ্বাস করতে পারছি না! এই কালও গরু নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর আজ আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছি।’

সেতিয়েনের গরু–প্রেম এখানেই শেষ নয়। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে নিজের গরুদের তা দেখাতেও চেয়েছেন রিয়াল বেতিস ও লাস পালমাসের সাবেক এ কোচ, ‘আমি বারবার আমার খেলোয়াড়দের বলেছি, আমার তর সইছে না। আমার নষ্ট করার মতো সময় নেই মোটেও। আমি চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা জিততে চাই। দুটিই যদি জিততে পারি, তা হলে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আমি চ্যাম্পিয়নস লিগ জিতে লিয়েনক্রেসের মাঠে আমার গরু নিয়ে হাঁটতে চাই। আমার হাতে থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা। গরুর পালকে ট্রফিটা দেখাতে চাই আমি। এটা আমার স্বপ্ন।’

লারো সেতিয়েনের পোস্ট করা ভিডিও থেকে নেওয়া চিত্র। ছবি: টুইটার

বলা বাহুল্য, সেতিয়েনের এ দুটি স্বপ্নের মধ্যে একটির এরই মধ্যে অপমৃত্যু ঘটেছে। এবার লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা টিকে আছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে সেতিয়েনের দল বার্সা। অর্থাৎ গরুদের চ্যাম্পিয়নস লিগ ট্রফি দেখানোর সুযোগটা আছে সেতিয়েনের জন্য। কথা হলো, সেটি তিনি করতে পারবেন কি না? তাঁর ছেলে লারো সেতিয়েন কিন্তু মনে করেন, বাবা পারবেন। এ বিশ্বাসটুকু বেশ মজা করেই জানিয়েছেন লারো।

লারো নিজেও ফুটবলার। স্প্যানিশ ফুটবলে চতুর্থ বিভাগের দল সেন্ট অ্যান্ড্রুর মিডফিল্ডার। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি। এক পাল গরুকে লারো জিজ্ঞেস করছেন, বার্সা এবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে কি না? এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন লারো। সেখানে তাঁর কল্পিত কথোপকথন প্রকাশ করেছে সংবাদমাধ্যম, ‘তোমরা কি মনে করো, আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারব? সব ঠিকঠাক আছে তো? পারব জিততে?’ ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা জানে এবং আমাকে বলেছে “হ্যাঁ”।’

গরু জানলেও শেষ আটে বার্সার সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।