লুই ফন গাল ক্যানসারে ভুগছেন অনেক দিন ধরেই। এ মাসের শুরুর দিকে সেটি নিজে থেকেই জানিয়েছেন নেদারল্যান্ডসের কোচ। তারপর থেকেই ফুটবল বিশ্বে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা চলছে। কাল ফন গাল জানান, শারীরিকভাবে ভালোই আছেন তিনি। কোচিং চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ফিটও আছেন। তাঁর ক্যানসারের চিকিৎসা সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ফন গাল।
২০২০ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে ফন গালের। চিকিৎসা শুরু হয় প্রায় সঙ্গে সঙ্গেই। দূরারোগ্য এই ব্যাধি নিয়েই ২০২১ সালের আগস্ট থেকে নেদারল্যান্ডসের কোচিং চালিয়ে যাচ্ছেন ফন গাল। কিন্তু তিনি যখন নিজে থেকেই তাঁর ক্যানসারের চিকিৎসা চলছে বলে ঘোষণা দেন, শুরু হয়ে যায় আলোচনা। এরই মধ্যে ডাচ্ ফুটবল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপের পর তাঁর জায়গায় রোনাল্ড কোমানকে কোচ করা হবে।
অনেকে অবশ্য প্রশ্ন তুলেছেন, এমন অসুখ নিয়ে ফন গাল কাতার বিশ্বকাপে দলকে ঠিকভাবে পরিচালনা করতে পারবেন তো? সন্দেহবাদীদের উদ্দেশেই হয়তো ফন গাল নিজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিয়েছেন এভাবে, ‘আমি কেমোথেরাপির ২৫টি সেশন শেষ করেছি। এই কেমোথেরাপি কতটা কাজ করেছে, তা দেখার জন্য পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে। কেমোথেরাপি কাজ করেছে।’
ফন গাল তাঁর ক্যানসার ধরা পড়ার কথা মূলত গোপন রেখেছিলেন নেদারল্যান্ডস দলের ভালোর জন্যই। তিনি চাননি, তাঁর এই অসুস্থতার কারণে দলের খেলায় কোনো প্রভাব পড়ুক। এ কারণেই দিনের বেলায় দলকে অনুশীলন করাতেন আর চিকিৎসা নিতে হাসপাতালে যেতেন রাতে। এই নিয়ে তৃতীয় মেয়াদে নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে আছেন ফন গাল। প্রথমবার তিনি নেদারল্যান্ডসের কোচ হয়েছিলেন ২০০০ সালে। সেবার এক বছরই ছিলেন দায়িত্বে। এরপর ২০১২ থেকে ২০১৪—এই দুই বছর নেদারল্যান্ডসের ডাগআউটে ছিলেন তিনি। আর এবার ২০২১ সালের আগস্টে।
নেদারল্যান্ডস ছাড়া ফন গাল আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বও পালন করেছেন।