এই সেফেরোভিচের (ডানে) কাছেই হেরেছে পর্তুগাল
এই সেফেরোভিচের (ডানে) কাছেই হেরেছে পর্তুগাল

সুইজারল্যান্ডের ইতিহাসের শিকার রোনালদোহীন পর্তুগাল

ঠিক সেই অর্থে গোলশিকারি খেলোয়াড় বলা যাবে না সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচকে। ক্লাব ক্যারিয়ারে কখনই সেভাবে আলো ছড়াতে পারেননি। জাতীয় দলেও তাঁর পরিসংখ্যান তেমন আশা জাগানিয়া ছিল না কোনোকালে। সেভাবে কখনো গোল করতে না পারলেও বছরের পর বছর ধরে সুইজারল্যান্ড থেকে নতুন গোলশিকারি কোনো স্ট্রাইকার উঠে না আসায় এখনো মূল একাদশে সুযোগ পেয়ে যান এই ৩০ বছর বয়সী।

সেই সেফেরোভিচই গত রাতে গড়লেন গোলের ইতিহাস। আর বাড়িতে বসে বসে সে ইতিহাস গড়া দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গোলের পর সেফেরোভিচ

গত রাতে উয়েফা নেশনস লিগে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড আর পর্তুগাল। ঘরের মাঠ জেনেভায় ৫৫ সেকেন্ডে সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। আর তাতেই হয়ে যায় ইতিহাস। নেশনস লিগের ইতিহাসে এর চেয়ে দ্রুত গোল আর কখনো হয়নি। বাকি সময় মাথা কুটে মরেও গোল ম্যাচে সমতা ফেরাতে পারেনি রোনালদোহীন পর্তুগাল।

এই হারে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে এসেছে পর্তুগাল। চার রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সোলের আর পিএসজি উইঙ্গার পাবলো সারাবিয়ার গোলে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। সঙ্গে নেশনস লিগে নিজেদের গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত করেছে দলটা।

জোড়া গোল করেছেন হরলান্ড

শুধু রোনালদোই নন, মূল একাদশে ছিলেন না লিভারপুলের দিওগো জোতা কিংবা ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা। এসি মিলানের রাফায়েল লিয়াও, লাইপজিগের আন্দ্রে সিলভার সঙ্গে মূল একাদশে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস। লাভ হয়নি তাতে।

সুইস গোলকিপার জোনাস অমলিনের দুর্দান্ত ফর্মের কাছে হার মেনেছেন প্রত্যেকে। পিএসজির দানিলো পেরেইরা, ভ্যালেন্সিয়ার গনসালো গেদেস, বের্নার্দো সিলভা, জোতা—গোটা ম্যাচে আটটা সেভ করার পথে প্রত্যেকের শট আটকেছেন ফরাসি ক্লাব মঁপেলিয়ের এই গোলকিপার। তাতে পর্তুগাল সমর্থকদের আফসোস বেড়েছে, হয়তো রোনালদো থাকলে অমলিনকে হারাতে পারতেন!

২-০ গোলে জিতেছে স্পেন

পর্তুগালের হারের রাতে স্পেনের পাশাপাশি জয়ের হাসি হেসেছে নরওয়েও। তারকা স্ট্রাইকার আর্লিং হরলান্ডের জোড়া গোলে সুইডেনকে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। ৫৪ মিনিটেই দুই গোল করা হয়ে যায় ম্যানচেস্টার সিটির নতুন এই স্ট্রাইকারের। এই নিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ২১ ম্যাচে ২০ গোল করলেন হরলান্ড।

লাইপজিগের উইঙ্গার এমিল ফোর্সবার্গের গোলে ৬২ মিনিটে ব্যবধান কমালেও ফোর্সবার্গের ক্লাব-সতীর্থ অ্যালেক্সান্ডার সরলথ ৭৭ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর গিয়োকেরেস গোল করলেও সেটা ড্রয়ের জন্য যথেষ্ট ছিল না।