মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ
মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচ

সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে, মালেতে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ

মার্চে ফিফা উইন্ডোতে (আন্তর্জাতিক ম্যাচ খেলার নির্ধারিত সময়) দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। ২৪ মার্চ মালেতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। চার দিন পর সিলেটে জামাল ভূঁইয়ারা খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে। বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ।

নতুন কোচের অধীনে শিগগিরই মাঠে নামছে বাংলাদেশ

২০ মার্চ মালের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। মালেতে ম্যাচটি খেলে পরের দিনে দেশে ফিরে সিলেটে চলে যাবেন ফুটবলাররা। নাবিল আহমেদ বলেন , ‘মার্চে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আমরা যোগাযোগ করি। এর মধ্যে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ২৪ মার্চ মালদ্বীপে গিয়ে তাদের বিপক্ষে ও ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।’

২৪ মার্চ মালদ্বীপের সঙ্গে খেলবে বাংলাদেশ

এর আগে জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু খেলোয়াড়দের দুই ডোজ টিকা না নেওয়া থাকায় ইন্দোনেশিয়ার সফরটি বাতিল হয়ে যায়।