>
বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকারাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
বাংলাদেশের বেশির ভাগ অঞ্চলসহ বিশ্বের অনেক জায়গায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, অনেক দেশে পালিত হয়েছে গতকালই। তবে দিন যেটিই হোক, ত্যাগের মহিমা ছড়িয়ে দেওয়া এই ঈদের আনন্দ তো সর্বজনীন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকাও ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।
দুই মৌসুম আগে রোমা থেকে লিভারপুলে আসার পর যেভাবে নিজেকে মাঠে-মাঠের বাইরে মেলে ধরেছেন, তাতে মুসলিম খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে বিশ্বজুড়ে সবচেয়ে নন্দিত খেলোয়াড় তো মোহামেদ সালাহই। ঈদ উপলক্ষে আরবি ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড, তাতে লেখা, ‘প্রতিটি বছর ও প্রত্যেক মানুষই ভালো থাকুক, ঈদ আমাদের জন্য হোক খুশির উপলক্ষ।’
রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমানে আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিল শুভেচ্ছা জানিয়েছেন ম্যাচের আগে তাঁর প্রার্থনার ভঙ্গির ছবি দিয়ে। জার্মান মিডফিল্ডারের টুইট, ‘আমার সকল মুসলিম বন্ধু ও অনুসারীদের জানাই ঈদ মোবারক।’
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। টুইটে লিখেছেন, ‘ঈদুল আজহা যাঁরা পালন করছেন, সবাইকে ঈদ মোবারক। সৃষ্টিকর্তার দয়া আমাদের সবার ওপরই থাকুক।’
ভারতীয় টেনিসকন্যা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা ‘ঈদ মোবারক’ লিখেই শুভেচ্ছা জানিয়েছেন। আর পাকিস্তানের এ সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান বাবর আজম তাঁর ঈদের পোশাকের ছবিসহ টুইটে লিখেছেন, ‘ভালোবাসা, বিনয়, দয়া ও ত্যাগের সবচেয়ে বড় উদ্যাপন ঈদুল আজহা। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আশপাশের মানুষের প্রতি দয়াশীল হোন, তাঁদের ভালোবাসুন। এই ঈদে আপনি ও আপনার ভালোবাসার মানুষের সবচেয়ে ভালোটাই কামনা করছি।’
শুধু মাঠের তারকারাই নন, ফুটবল ক্লাবগুলোও ঈদের শুভেচ্ছা জানিয়েছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের খেলোয়াড়দের উদ্যাপনের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। নিজেদের মরোক্কান লেফটব্যাক আশরাফ হাকিমির ছবি দিয়ে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড লিখেছে, ‘বরুসিয়া ডর্টমুন্ডের সবার পক্ষ থেকে জানাচ্ছি, ঈদ মোবারক।’