বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনাকে নিজেদের হোম ভেন্যু বানিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গত ২৫ এপ্রিল সেই স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল শেখ রাসেল।
সেদিন ম্যাচে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে সেই টিভি চ্যানেলে রিপোর্ট প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে শেখ রাসেল ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
কাল রাতে বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মধ্যকার খেলার ম্যাচ কমিশনারের রিপোর্টসহ চ্যানেলে গত ২৫ তারিখে প্রকাশিত সংবাদ হতে পরিলক্ষিত হয় যে উল্লিখিত খেলা প্রচারের জন্য ওই টিভি চ্যানেলকে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর পরিপ্রেক্ষিতে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করা হয়।’ আগামী ৯ জুনের মধ্যে বাফুফে অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।
কাল বাফুফে শৃঙ্খলা কমিটির সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ফর্টিস এফসি ক্লাবকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৭ এপ্রিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফর্টিস ও ওয়ারি ক্লাব।
ম্যাচ শেষে ওয়ারি ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে লিপ্ত হন ফর্টিসের খেলোয়াড় ও কর্তারা। এর পরিপ্রেক্ষিতে ফর্টিসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দলের সহকারী কোচ আতিকুর রহমানকে পরের ছয় ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে।