সাইফের সামনে পাত্তাই পায়নি স্বাধীনতা সংঘ। গোলের পর সাইফের খেলোয়াড়দের উদযাপন
সাইফের সামনে পাত্তাই পায়নি স্বাধীনতা সংঘ। গোলের পর সাইফের খেলোয়াড়দের উদযাপন

প্রিমিয়ার ফুটবল লিগ

সমস্যায় জর্জরিত সাইফই পেল বড় জয়

সমস্যা থেকে যদি ভালো কিছু হয়, তাহলে তো সমস্যাই ভালো! সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে কথাটি তো মিলিয়ে লেখাই যায়।

রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে দলের আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেও জড়িয়ে আছে রেফারিং–বিতর্ক।

কিছু রেফারি তো ঘোষণাই দিয়েছেন, জামাল ভূঁইয়া খেললে সাইফের ম্যাচ পরিচালনা করবেন না তাঁরা।

আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হয়েছেও তা–ই। ম্যাচটি পরিচালনার জন্য প্রথমে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা ম্যাচটি পরিচালনা করেননি। পরে অন্য রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

মাঠের বাইরে যখন সমস্যায় জর্জরিত সাইফ, তখন প্রিমিয়ার লিগে আজ সবচেয়ে বড় জয় পেল তারা। রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাবটি। শুধু সাইফ নয়, সব দল মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগে এটিই সবচেয়ে বড় জয়।

মাঝ মাঠে রাজত্ব করেছে সাইফ

হ্যাটট্রিক করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবুগ। এ নিয়ে তাঁর মোট গোল হলো ৬টি। চলতি লিগে এটি তৃতীয় হ্যাটট্রিক। আগের দুটি ছিল দরিয়েলতন গোমেজ ও পিটার থ্যাঙ্কগডের।

নাইজেরিয়ান এই স্ট্রাইকারের প্রথম দুটি গোল ছিল দুর্দান্ত। ৩৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যক্তিগত গোলের খাতা খোলেন এমেকা। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন। ৭০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি ছিল ‘সলো মুভে’।

মাঝমাঠের ওপর থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকলে তাঁর সামনে শুধুই গোলকিপার। বল জালে ঠেলে দিয়ে তুলির শেষ আঁচড়টা টানলেন একেবারে ঠান্ডা মাথায়। পেছন থেকে স্বাধীনতার কয়েকজন খেলোয়াড় তাড়া করেও এমেকাকে ধরতে পারেননি। এটি ছিল সাইফের চতুর্থ গোল।

আজ এমেকাকে ঠেকানোর কোনো কৌশল জানা ছিল না স্বাধীনতার রক্ষণভাগের। ৭৯ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করে হ্যাটট্রিক পূরণ করেছেন এমেকা। ডান প্রান্ত থেকে ফয়সাল আহমেদের ক্রসে হেড করে গোলটি করেন। এই গোল দিয়ে যৌথভাবে চলে এলেন সর্বোচ্চ গোলদাতার শীর্ষে।

বড় জয়টা দারুণভাবেই উদযাপন করেন সাইফের খেলোয়াড়েরা

সাইফের অন্য গোল দুটি রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গে ও উজবেকিস্তানের মিডফিল্ডার আশরোর গফুরভের। ১৫ মিনিটে দলের প্রথম গোলটি বাইসেঙ্গের। জামাল ভূঁইয়ার ফ্রি–কিকে হেড করে আবিদ হোসেন গোলমুখে বল নামিয়ে দেন, ফিরতি বলে হেডে গোলটি করেন তিনি। দারুণ দলীয় রসায়নে গফুরভের গোলটি দ্বিতীয়ার্ধের শুরুতে। স্বাধীনতার হয়ে ব্যবধান কমিয়েছেন উজবেকিস্তানের মিডফিল্ডার নোদির মাভলোনভ। ৪৯ মিনিটে ৩-১ করেছিলেন নোদির।

এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ। ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে স্বাধীনতা।