তিন মৌসুম ধরে রিয়াল রক্ষণের অন্যতম ভরসা ফারলাঁ মেন্দি। একজন ফুলব্যাক হিসেবে তাঁর কাছ থেকে আক্রমণে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না, কিন্তু রক্ষণ জমাট রাখায় তাঁর তুলনীয় কোনো ফুলব্যাক নেই। চোটের কারণে মেন্দি কাল খেলেননি, তাঁর শূন্যস্থান পূরণ করতে হয়েছে নাচোকে। ওদিকে উসমানে দেম্বেলে বা আদামা ত্রায়োরে নাচোর বড় পরীক্ষা নেবেন বলে ভেবেছিলেন সবাই।
ম্যাচে দেম্বেলে নাচোকে রীতিমতো নাচিয়েছেন। মেন্দি না থাকায় সেন্টারব্যাক ডেভিড আলাবার ওপর অনেক চাপ পড়েছে। সে সঙ্গে কোচের একের পর এক ভুল কৌশলের প্রয়োগ কাল বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে হারে বড় প্রভাব রেখেছে। ম্যাচ শেষে নাচো তাই স্বীকার করেছেন, গতকাল রাতে তাঁদের সবকিছুই ভুল হয়েছে।
গতকাল ঘরের মাঠে চার গোল খেয়েছে রিয়াল। ২০১৮-১৯ মৌসুমের পর ঘরের মাঠে এত বড় হার এই প্রথম। এমন এক হারের পর নিজেদের মানসিকতার দায় খুঁজে পেয়েছেন নাচো, ‘আমাদের জন্য খুব বাজে ম্যাচ। বার্সেলোনার জন্য খুব ভালো ম্যাচ। ম্যাচের ফলই সব বলে দিচ্ছে। মৌসুমে আমাদের অন্যতম খারাপ ম্যাচ ছিল এটি। হয়তো পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে আছি দেখে বেশি গা ছাড়া ভাব দেখিয়েছি আমরা। এমন ম্যাচে তো এভাবে নামতে পারি না, বরং উল্টো। আমাদের মন খুব খারাপ, কারণ, এল ক্লাসিকোতে হার কষ্ট দেয়।’
গত সপ্তাহে মায়োর্কাকে তাদের মাঠে ৩ গোলে হারিয়েছে তারা। এর আগে বার্নাব্যুতে জাদুকরি এক রাতে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। সে দল কাল এভাবে উড়ে গেল কীভাবে? এ প্রশ্নের উত্তর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারও খুঁজছেন, ‘আমি জানি না। আমি আপনাকে বলতে পারব না, আমার মনে হয় না, ম্যাচের কোনো পর্যায়ে আমরা ভালোছিলাম। রক্ষণে না, আক্রমণে না; ম্যাচের শুরু থেকেই আমরা বল পায়েও স্বচ্ছন্দে ছিলাম না। ফলই সব বলে দিচ্ছে। এটা আমাদের অন্যতম খারাপ ম্যাচ।’
ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নবিদ্ধ খেলোয়াড় বদল, খেলোয়াড়রা অভ্যস্ত না হওয়া সত্ত্বেও প্রেসিং ফুটবল খেলার চেষ্টা, সে অনুযায়ী রক্ষণকে ওপরে না রাখা—ভুল ছিল অনেক জায়গাতেই। এর মধ্যেও সবচেয়ে হাস্যকর ঠেকেছে লুকা মদরিচের মতো মাঝমাঠ নিয়ন্ত্রণ এক খেলোয়াড়কে তাঁর জায়গায় না খেলিয়ে আক্রমণে ফলস নাইন হিসেবে খেলানোর চেষ্টা। এ ব্যাপারে নাচো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
সে ব্যাখ্যা দিতে গিয়েও স্বীকার করেছেন, গতকাল রাতে তাঁদের কোনো কিছুই ঠিকঠাক হয়নি, ‘শুরু থেকেই সব ভুল হচ্ছিল। বিরতি থেকে ফিরতেই তারা দ্রুত আরও দুটি গোল করে বসল। মদরিচকে ওপরে রেখে আমরা বলের দখল বাড়াতে চেয়েছিলাম, কিন্তু এক মুহূর্তেও আমরা স্বস্তিতে ছিলাম না। বার্সা খুব দারুণ এক ম্যাচ খেলেছে, সবদিক থেকেই আমাদের নিষ্ক্রিয় করে রেখেছিল। তাদের অভিনন্দন জানাতেই হয়।’