দারুণ ফর্মে আছে চেলসি
দারুণ ফর্মে আছে চেলসি

লুকাকু যোগ দেওয়ার আগে গোল করার ক্ষমতা দেখাল চেলসি

এ মৌসুমে ক্রিস্টাল প্যালেসকে নিয়ে বেশ আগ্রহ জন্মেছে। ক্লাবটির দায়িত্ব নিয়েছে ফ্রেঞ্চ কিংবদন্তি প্যাট্রিক ভিয়েরা। কিন্তু স্টামফোর্ড ব্রিজে নিজের প্রথম পরীক্ষায় ব্যর্থ ভিয়েরা। চেলসির মাঠে ৩-০ গোলে হেরেছে প্যালেস। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান সুপার লিগজয়ীদের সামনে বেশ অসহায় দেখিয়েছে প্যালেসকে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতলেও গোলের সমস্যা বেশ ভুগিয়েছে চেলসিকে। তাই নিজেদের আক্রমণের শক্তি বাড়াতে ১১ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে নিয়ে এসেছে চেলসি। প্রথম দুই ম্যাচে তাঁকে পাচ্ছে না চেলসি। তবে তাঁর অভাব অন্তত প্রথম ম্যাচে বুঝতে হয়নি চেলসিকে।

পুলিসিকের গোলটি এসেছে জটলা থেকে

৩-০ ব্যবধানের জয়ের পরও লুকাকুকে দ্রুত পেতে চাইবেন কোচ টমাস টুখেল। যাঁর একের পর এক ভুলের কারণে নিজেদের দলবদলের রেকর্ড ভেঙে লুকাকুকে কিনে এনেছে চেলসি, সেই টিমো ভের্নার আজও গোল পাননি। গোলের জন্য টুখেলকে ভরসা মানতে হয়েছে উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিককে। ৪০ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের গ্লাভস থেকে ফেরা বল থেকে ৪০ মিনিটে গোল করেছেন এডেন হ্যাজার্ডের শূন্যস্থান পূরণ করার দায়িত্ব পাওয়া এই উইঙ্গার।

আলোনসোর বুনো উল্লাস

চেলসি কোচকে বাকি দুই গোল উপহার দিয়েছেন দুই ডিফেন্ডার। ২৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি–কিক পেয়েছিল চেলসি। বাঁ পায়ের দুর্দান্ত এক শটে প্রতিপক্ষ গোলকিপারকে কোনো সুযোগ দেননি এই লেফটব্যাক। বেন চিলওয়েলের কারণে দলে গুরুত্ব হারানো এই স্প্যানিশ ডিফেন্ডার প্রথম ম্যাচে একাদশে নিজের জায়গা ফেরানোর মতো খেলা উপহার দিয়েছেন। ৩-৪-৩ ফরমেশনে রক্ষণ দায়িত্ব থেকে মুক্তি মেলায় আজ দারুণ খেলেছেন আলোনসো।

চালোবাহ এই গোল মনে রাখবেন বহুদিন

আলোনসো তবু গোল করা বা করানোর সঙ্গে পরিচিত। গত চার মৌসুমে চেলসির হয়ে ফ্রি–কিকে তাঁর চেয়ে বেশি কেউ গোল করেননি। কিন্তু ট্রেভো চালোবাহ চেলসির হয়ে আজই প্রথম নেমেছেন। সেটাও সেন্টারব্যাক হিসেবে। অভিষেকে চেলসির হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়ে ফেলেছেন এই ডিফেন্ডার। তাঁর গোল দেখে অবশ্য তাঁকে একজন ডিফেন্ডার হিসেবে মানতে কষ্ট হবে। ৫৮ মিনিটে ডি-বক্সের সামনে বল পেয়ে গোলার মতো এক শট নিয়েছিলেন। সেটা ঠেকানো সম্ভব ছিল না প্রতিপক্ষ গোলকিপারের।